আমাদের কথা খুঁজে নিন

   

ডি ভি ডি ড্রাইভ এর যুগ শেষ হয়ে যাচ্ছে ?????

ছায়া-মানব ডি ভি ডি , ভি ছি ডি, এর দিন শেষ হয়ে যাচ্ছে। সম্প্রতি অ্যাপল তাদের কম্পিউটারের নতুন সংস্করণ ছেড়েছে। ম্যাক মিনি কম্পিউটার থেকে ডিভিডি ব্যবহারের সুবিধা পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে। এখন ম্যাক বুক এয়ার এবং ম্যাক মিনিতে নতুন করে সংযুক্ত হয়েছে উন্নত প্রসেসর এবং থান্ডারবোল্ট পোর্ট। বিশেষজ্ঞরা বলেন, ‘ম্যাক মিনি থেকে এই ডিভিডি সরিয়ে ফেলায় কম্পিউটারে অপটিক্যাল ড্রাইভের যুগ শেষ হয়ে গেল এবং ডিভিডির কফিনে পেরেক ঠোকা হলো।

’ ডিভিডি ছেড়ে দেওয়ায় কম্পিউটারে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি এল। অ্যাপল এবারই প্রথম তাদের অপারেটিং সিস্টেম ম্যাক ওএস লায়ন ইউএসবিতে ব্যবহারের জন্য দিয়েছে। পাশাপাশি এটি অ্যাপলের অ্যাপ স্টোর থেকেও নামিয়ে নেওয়া যাবে। প্রতিষ্ঠানটি এবারই প্রথম ডিভিডি ফরম্যাটে অপারেটিং সিস্টেম বিক্রি বন্ধ করল। অ্যাপলের তৈরি ম্যাকবুক এয়ার এবং ম্যাক মিনিতে অপটিক্যাল ড্রাইভ সুবিধা না থাকায় এখন আর ডিভিডি কিংবা সিডি ব্যবহার করা যাবে না।

তবে এগুলো ব্যবহার করতে চাইলে আলাদাভাবে সুপার ড্রাইভ যুক্ত করতে হবে। এ জন্য খরচ করতে হবে ৬৬ পাউন্ড। প্রচলিত কোনো যন্ত্র ছেড়ে দেওয়ার ব্যাপারে অ্যাপল সব সময়ই এগিয়ে আছে। ১৯৯৮ সালে অ্যাপলই সর্বপ্রথম তাদের ফ্লপি ডিস্ক ব্যবহার বন্ধ করেছিল। অন্যদিকে, ডেল তাদের কম্পিউটারে ২০০৩ সাল পর্যন্ত ফ্লপি ডিস্ক ব্যবহার বন্ধ করতে পারেনি।

সূত্র ; prothom-alo ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।