আমাদের কথা খুঁজে নিন

   

Chat Room...........

নিজেকে জানার চেষ্টা........ সারা দিন শুধু গুগল মামা রে জালায় খায়... উদ্দেশ্য একটায়, তা হচ্ছে writing english skill এর জন্যে ভাল site দরকার..তো একদিন এভাবেই সার্চ দিচ্ছিলাম,সেই সময় হটাৎ চোখে পড়ল একটা site ,যেটা নাকি writing english skill এর জন্যে ভাল। ঢুকলাম খুব আগ্রহ নিয়ে। দেখলাম ওখানে সবাই online chating করছে। পরে ঘেঁটে ঘুটে দেখলাম এটা হচ্ছে একটা chat room.যেখানে বসে বসে খালি chat করবে আর writing skill বাড়াবে। (how funny).... যদিও আমার কখনো chat room এ ঢুকা হয় নি,তাই এই ব্যাপারে ধারণা ছিল কম।

তো যাই হক,খুললাম একটা account ...ঢুকলাম রুমে । ঢুকার সাথে সাথে কয়েকজন নক করা শুরু করল। । এবং সবার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করলাম সবাই ৩ টা জিনিস সবার আগেই জানতে চাই। তা হল মেয়ে/ছেলে,বয়স,দেশ।

। তো বয়স এড়িয়ে চলতে গিয়েও পারলাম না। ওদের জানা চাই চাই। । আমি সে সময় একজন জিজ্ঞেস করলাম বয়স জানার দরকার কি।

তখন ছেলে টা অকপটে বলল ''যেহেতু আমার বয়স ২৪,তাই আমি চাই ২৪ এর নিচে মেয়ে দের সাথে কথা বলতে ''....আমি বললাম কেন?২৪ এর নিচে কেন?উপরে হলে কি সমস্যা? ..ছেলে টা বলল ''কারণ আমি কি আমার বয়সে বড় মেয়ের সাথে সম্পর্ক করব নাকি। '' এরপর বুঝলাম কাহিনী কি... তারপরের দিন আবার ঢুকলাম। । ঢুকেই দেখি একটা ইন্ডিয়ান ছেলে নক করল। ।

মনে মনে ভেবে রাখছি আজ একট ফাজলামি করব। এইবার বয়স টা বাড়িয়ে বললাম ২৬। । এটা দেখে ছেলে টা শুধু একটা কথাই বলল ''ok then bye..''হাসতে হাসতে আমি শেষ.... এই তো গেল বয়স...তারপর আসলো yahoo id..সবাই বলে id দাও,দাও দাও...আমি জিজ্ঞেস করলাম id দিয়ে কি করবেন। ।

সবার একই উত্তর ''একজন একজনকে জানব এবং ছবি share করব। । '' ...আমি হাসবো নাকি কাঁদবো বুঝছিলাম না। । এখানে আসলাম writing skill বাড়াতে।

। আর হইল টা কি...........................। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।