আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাউজারে না ঢুকেই ডেক্সটপ থেকেই Facebook-এ Text Chat + Voice Chat + Video Chat করুন মাত্র 900 KB -এর সফট ওয়্যার Ftalk দিয়ে

সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল। অ্যান্ড্রয়েড ব্যবহার করতে করতে এমন বদ অভ্যাস হয়ে গেছে যে পিসিতে ব্রাউজারে ঢুকে ফেসবুকে চ্যাট করতে ভালো লাগে না। পিসির জন্যও অবশ্য অনেক সফট আছে যার সাহায্যে ব্রাউজারে না ঢুকেও ফেসবুকে চ্যাট করা যায় তবে সেগুলো সাইজে একটু বড়। যেমন ধরুন Nimbuzz । কিন্তু এটার সাইজ প্রায় 18 M.B ।

ফেসবুক ম্যসেঞ্জারও আছে , যার সাইজ 490 KB মতো। কিন্তু ইনস্টল হতে বেশ খানিকটা সময় নেয় এবং ইনস্টল হবার পর প্রায় 40 MB মতো জায়গা খেয়ে নেয় এবং এই ফেসবুক ম্যাসেঞ্জারে কেবল Text Chat করা যায়। ভিডিও বা ভয়েস চ্যাট করা যায় না। আমি ছোটো খাটো কোনো সফটওয়্যার খুঁজছিলাম যা দিয়ে এগুলো করা যাবে। খুঁজতে খুঁজতে পেয়েও গেলাম।

আজ সেই সফটওয়্যার-টাই (Ftalk) আপনাদের সাথে শেয়ার করব। Ftalk প্রথমে Ftalk ডাউনলোড করে ইনস্টল করুন। সাইজ মাত্র 900 K.B মতো ইনস্টল করার পর আপনার ডেক্সটপে দেখুন Ftalk এর শর্টকাট আইকন তৈরী হয়েছে। আইকনটিতে ক্লিক করে Ftalk -কে Open করুন। নিচের মতো উইন্ডো আসবে।

ফেসবুক আইকনে ক্লিক করুন Ftalk নিচের মতো পারমিশন চাইবে। Ftalk থেকে Facebook এর কী কী সুবিধা আপনি পাবেন তার লিস্ট এখান থেকে দেখতে পাবেন। Allow অপসনে ক্লিক করে Allow করুন। Ftalk সাইন ইন করবে। সাইন ইন হয়ে গেলে নিচের মতো একটা উইন্ডো আসবে।

এটা আপনার তেমন কোনো কাজে আসবে না। আসলে এখানে এই সফটওয়্যার কোম্পানি আপনাকে রিকোয়েস্ট করেছে আপনার ফেসবুক বন্ধুদের এই সফটওয়্যারটা সম্পর্কে জানাতে। যদি মনে করেন বন্ধুদের জানাবেন তাহলে পরের Select All করে Send Request করুন। না হলে উইন্ডোটি ক্রস করে দিন। যাহোক এরপর নিচের মতো উইন্ডো খুলবে।

যে সমস্ত বন্ধুরা অনলাইনে আছে তাদের নামের পাশে ফেসবুকের মতোই সবুজ ইন্ডিকেশন থাকবে। আপনি যার সাথে চ্যাট করতে চান ফেসবুকের মতোই তাকে সিলেক্ট করে চ্যাট করতে সুরু করুন এই Ftalk সফটওয়্যারের সাহায্যে আপনি Facebook-এ Text-চ্যাট ছাড়াও ভয়েস চ্যাট , ভিডিও চ্যাটও করতে পারবেন। অর্থাৎ ট্রিপল ইন ওয়ান। এছাড়াও এখানে অ্যানিমেটেড ইমোটিকন পাবেন। তাহলে চ্যাট করতে শুরু করুন ডেক্সটপ থেকেই।

****************************************************************************************************** আপলোড করা ফাইলে ভাইরাস থেকে যাবার কারণে শুধুমাত্র Ftalk এর নিজস্ব সাইটেরই লিঙ্ক দিলাম। এখান থেকেই ডাউনলোড করুন http://www.ftalk.com ****************************************************************************************************** আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন । রাগে থাকুন, রাগিয়ে রাখুন। রঙে থাকুন , রাঙিয়ে রাখুন।

আমার এই লেখাটি প্রথমে Click This Link প্রকাশিত ফেসবুকে আমি https://www.facebook.com/subratasadhukhan12345  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.