আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ প্রদর্শন করা হোক(প্রস্তাবনা)

যখন যা বোঝা উচিৎ তখন বুঝিনা সময় যাবার পর পুরোটাই বুঝি.....বাট ইটস সো লেট!!!!! আমার জানামতে সামু বাংলা ব্লগিং জগতে পথিকৃত এবং সর্বাধিক জনপ্রিয় একটি বাংলা ব্লগ। আমি কোন ব্লগার নই মুলত পাঠক। যেহেতু এটি একটি বাংলা ভাষার ব্লগ এবং ব্লগের সামগ্রিক কাজ বাংলা ভাষাতেই হচ্ছে। এটা নির্দিধায় একটি বড় অবদান বাংলা ব্লগিং জগতে। তবে ছোট্র একটি অসংগতি আমার চোখে পড়েছে, অনেকে হয়ত এটাকে অসংগতি নাও বলতে পারেন।

অসংগতিটা হলো বাংলা ভাষার ব্লগে ব্লগ প্রকাশের তারিখটা ইংরেজি। যদিওআমাদের জাতীয় জীবনেই আমরা এ অসংগতিটা যুগ যুগ ধরে পালন করে যাচ্ছি(বাংলা ভাষা দিবস পালন করি একুশে ফেব্রুয়ারীতে!!! ৮ ই ফাল্গুন দিয়ে কোন গান নেই তাই হয়ত!!!) গান গাওয়ার সুবিধার জন্য হয়ত আমরা বাংলা ভাষাকে সম্মান জানাই ইংরেজী একুশে ফেব্রুয়ারীতে!! আমার মনে হয় এটা আমাদের অভ্যাস বা চর্চার অভাব। আমি একথা লিখছি সত্যি বলতে আমি নিজেও ঠিক মত বাংলা তারিখ বলতে পারবো না, আর এটার কারন আমাদের চর্চার অভাব। জাতীয় জীবনে যদি বাংলা তারিখের ব্যাবহার বাধ্যতামুলক করা হত বা এর চর্চা বাধ্যতামুলক করা হত তাহলে হয়ত আমাদের এ অবস্থায় পড়তে হতো না যে বাংগালী হয়ে বাংলা তারিখ বা সনটা পর্যন্ত জানিনা!!! নিজেকে একটু প্রশ্ন করে দেখুন আজকের বাংলা সন বা তারিখটা কি জানেন?? আমার ধারনা অনেকেই জানেননা হয়ত কেউ কেউ জানেন। যারা জানেন তাদের সেলুট!!! আমি সমালোচনা করার জন্য পোস্টটি দেইনি কিংবা ইংরেজী তারিখ প্রদর্শনের বিরোধীতা জন্যও না।

সামুর কাছে আমার ছোট্ট একটা প্রস্তাব তা হলো ইংরেজী তারিখের পাশাপাশি বাংলা তারিখটাও যেন পোস্টে প্রদর্শন করা হয়। এতে ভুল করে হলেও বাংলা তারিখটা পাঠকের চোখে পড়বে, হয়ত মনের অজান্তেই একদিন আমরা চর্চা করতে শিখব আমাদের মায়ের ভাষার সন তারিখ। কেউ আমার প্রস্তাবের সংগে একমত হলে আশা করি মন্তব্য দিয়ে সামুকে জানাবেন বিষয়টা ভাবার জন্য। সবাইকে আগাম ধন্যবাদ পোস্ট পড়ার জন্য। কেউ দ্বীমত করলেও মন্তব্য করতে পারেন।

সবাইকে আগাম ধন্যবাদ পোস্ট পড়ার জন্য। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।