আমাদের কথা খুঁজে নিন

   

পাবলিকরে বাঁশ দে মামা,, এক্কেবারে হান্দাইয়া দে

দেলওয়ার হোসেন লিপু কি যে কাহিনী, চিন্তা করেন অবস্থাটা, রাস্থাঘাট এবড়ে থেবড়ে কাজ টাজের কুনো লক্ষণ নাই। যে হাইরে রাস্থাঘাটের অবস্থা বর্ষা মৌসুমে কি যে হইব এক মাত্র আল্লা-ই ভাল জানে। রাস্থাঘাটের উপর দিয়া নৌযান স্বাচ্ছন্দে চলাচল করিতে পারিবে বলিয়া এলাকাবাসির বিশেষ অভিমত্ । এই দিকে আবার গরম আসন্ন, কারেন্ট মনে হয় ২৪ ঘন্টার মধ্যে ৪ ঘন্টা থাকে কি না সন্দেহ। ঢাকার সম্মানিত ব্লগার বৃন্দ শুধু ব্লগিং করিলেই চলিবে না বরংচ ব্লগিং এর সাথে সাথে বাসাং মিনি টেংকি (পানির) কেমতে বানানো যায় হেই চিন্তা করেন নইলে প্রখর রৌদ্রে চান্দি গরম হইয়া না না চরি প্রচন্ড তাপাদহে চান্দির বাল (চুল) থাকিবে কি না এই ব্যাপারে জনমনে ব্যাফুক সন্দেহহ কারেন্ট না থাকিলে কল কারখানার উৎপাদন ব্যাহত হইয়া নিত্যপ্রয়জনীয় দ্রব্যাদি হাতের নাগাল থাইক্কা চৌতা আসমানে উঠিয়া যায় কি না হেই চিন্তায় আমি অস্থির চৌতা আসমান মাকে (চতুর্থ আকাশ)।

এগুলানতো অতি সামান্য বলিলাম আরও কত কি যে দূর্ভোগ পোহাতে হবে কে যানে তদুপরি দুই নেত্রী এবং ইসলামের নাম ধারি নেতা-নেত্রীগণ মহা-সুখে বক্র হাসি হাসিতেছে। এই ফাটির লোক জন অই ফাটির লোকজন-কে মারিটারি ফেইলতেছে । কারো মনে কুনো টেনশন নাই। কারা যেন বুদ্ধিজিবী সহ আমার মানের দিক হইতে আমি ১০০তম হইলে বাকি ৯৯জন-কে এমুন ডাইল গিলাইছে হেরা আর এই চিন্তা করিতে পারিতেছে-না । দেশের ১২টা বাজলে এর জন্য কি আমাদের কুনো দায় নেই???।

আপনি বিবেকবান তাই বলে কি আপনি নিরব দর্শক। আপনার চোখের সামনে প্রিয় দেশ-টা ধ্বংস হয়ে যাবে আর আপনি বলবেন দে মামা বাঁশ দে, লীগ বি.এন.পি রে দে. বি.এন.পি লীগ - রে , সবাই মিলে জামাতীরে দে, ( একটা কথা সবাই কেন ভূলে যাই এই সব লীগ, বি.এস.পি আর জামাতীদের নামে যে আমরা একে অপরকে মারছি রক্তের ব্ন্যায় ভেঁসে যাচ্ছে রাজপথ তথাপি কি প্রকৃত পক্ষে লীগ কিংবা শিবীর কিংবা বি.এন.পি -কে মারতে পেরেছি ?????? আদৌ কি আমরা মরছি না ??? আমাদের প্রিয় দেশ-টা ধ্বংস হচ্ছে না ????????????? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।