আমাদের কথা খুঁজে নিন

   

আরেফীন রুমী ft শাহেদ এবং শুভমিতার গান “এক জীবন” এর নকল কৃত মিউজিক ভিডিও এবং বাংলাদেশে কপিপেস্ট মিউজিক ভিডিও নিয়ে কিছু কথা

গতকাল ফেসবুকে এক বন্ধুর অনুরোধে ইউটিউবে শাহেদ এবং শুভমিতার কন্ঠে,আরেফীন রুমির নির্মিত,অন্তু করিম ও মিস্টি অভিনিত “এক জীবন” এর মিউজিক ভিডিওটি দেখলাম। এককথায় বলতে গেলে অসাধারন। আমি কিছুক্ষনের জন্য অভিভূত হয়ে গিয়েছিলাম। কিন্তু কিছুক্ষন পর ইউটিউবে অন্য একটি লিঙ্ক পেলাম এক বিদেশীর কাছ থেকে। যা কিনা আরো একবছর আগে মুক্তি প্রাপ্ত একটি মিউজিক ভিডিও।

মজার কথা হল এই বিদেশী মিউজিক ভিডিওটি আমাদের দেশের “এক জীবন” এর সাথে সম্পুর্ন মিলে যায়। আপনারা হয়তো বলবেন জিনিসটি হয়তো কাকতালীয়। কিন্তু আমার কথা হলো,একই কাহীনি,একই ক্যারেক্টার,একই ধরনের ক্যামেরা এংগেল কি করে হয়। আসলে এটি একটি কপিপেস্ট করা মিউজিক ভিডিও। যা কপি করা হয়েছে ওই বিদেশী মিউজিক ভিডিও থেকে।

মুল মিউজিক ভিডিওটি নির্মান হয় কোরিয়ায়,আজ থেকে একবছর আগে। যার নাম ছিল “Kiss-because I’m a girl” । সত্যিকার অর্থে কোরিয়ান মিউজিক ভিডিওটি আসলেই অসাধারন। আর তা থেকেই নকল এই “এক জীবন” এর মিউজিক ভিডিও। এখন আসি মূল কথায়।

এর মধ্য আমি বলে ফেলেছি যে কোরিয়ান লিংক্টা আমি এক বিদেশীর কাছ থেকে পেয়েছি। এখন বলুন এভাবে যদি বিদেশী কাহীনি চুরি করে মিউজিক ভিডিও বানায় আমাদের দেশে আর তা যদি ইউটিউবের মত একটি ইন্টারন্যশনাল ভিডিও কমিউনিটি সাইটি ছাড়া হয় তখন আমাদের দেশের ভারসাম্য কোন দিকে যাবে? কিছুদিন আগেও দেখা গেছে ইবরার টিপুর “চাই তোমায়” এর মিউজিক ভিডিও যা কিনা বিখ্যাত গায়ক Arash এর “Broken Angel” গানটির সুপারহিট মিউজিক ভিডিওর নকল। শুধু এ দুটো নয়,দেখাতে গেলে অনেক থলের বিড়াল বেড়িয়ে আসবেন। কিন্তু এভাবে যদি আমাদের দেশে কপি পেস্ট প্রযুক্তি চলতে থাকে তাহলে ক্রিয়েটিভিটি নামক জিনিসটাও কপিপেস্ট ছাড়া আর কিছুই হবে না। হয়তো কিছুদিনের জন্য সেই মিউজিক ভিডিওর পরিচালক সবার কাছ থেকে বাহবা লুফে নেবে কিন্তু কিছুদিন পর তারই এই চুরি বিদ্যার জন্য সবার কাছে থু এর যোগ্য হবে।

আর বিশ্ব বাসি আমাদেরকে দেখবে তাচ্ছিল্যর ভারে। তাই আসুন আমরা সবাই এ ধরনের কপি থেকে বিরত থাকি,প্রতিটি মানুষের মস্তিস্কের নতুন উদ্ভাবনের মূল্যায়ন করি এবং যারা অমূল্যায়ন করে তাদের বিরুদ্ধে রুখে দাড়াই। ভিডিও পাইরেসীর বিরুদ্ধে থাকি। নিচে মিউজিক ভিডিওর লিঙ্ক দেয়া হল, যাচাই করে কমেন্ট করবেন দয়া করে.... "এক জীবন" “Kiss-because I’m a girl”  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।