আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা মেট্রো

মাথায় অনেক গল্প আসে; কিন্তু লেখার মত পর্যাপ্ত ধৈর্য-শ্রম-অধ্যবসায় নেই। গল্পগুলোকে তাই ছোট করে কবিতা বানাই.... 'কিরে গাড়ি চলে না ক্যান?' 'আমড়া নিবেন? মিষ্টি আমড়া !' 'শালা, তোরা লোকাল নাকি?' 'সিটিং না ভাই, চিটিং সার্ভিস !' 'ওই পানি নেন ! ঠান্ডা পানি !' 'গাড়ি ত মামা পুরাই খালি - চাপেন চাপেন, পিছে চাপেন !' 'কিসের খালি? তুই পিছে যা !' 'পানি নিবেন? ঠান্ডা পানি?' 'এই যে ভাইয়েরা, কাশি'র বড়ি একটা দু'টাকা, ডজন পনের !' 'বড় ভাই, এক লাইনে দাঁড়ান?' 'কিসের এক লাইন? জায়গা কোথায়?' 'শুধু দুই টাকা - পেপার পেপার !' "কিরে, গাড়ি চলবে না আর?' 'বুঝেন না ভাই, খাইস্তা খারাপ গাইল না খাইলে শান্তি লাগে না !' নিথর বাতাস, সূর্যের তাপ গাড়ি চলে, গাড়ি চলে না... এই লেখাটা ( যদি কবিতা বলা যায়), আমি কি এটাকে আমার একান্ত নিজের বলে দাবি করতে পারি? এক বাসভর্তি সবাই মিলেই কি এর কবি না? ছবিসূত্র : গুগল ডট কম  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.