আমাদের কথা খুঁজে নিন

   

আসুন এইবার বন্দুক নিয়া আলোচনা করিঃ আজকের বন্দুক ড্রাগানভ স্নাইপার রাইফেল

আমি... অতি সাধারণ একজন মানুষ। জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ সাম..... অনেক দিন পরে আবার একটা বন্দুক বিষয়ক লেখা দিচ্ছি। মাঝে এইচ এস সি পরীক্ষার জন্য ছিলাম না ব্লগে । এখন আবার ফেরত আসলাম। পূর্ণ নামঃ স্নাইপারস্কায়া ভিন্তোভকা ড্রাগনভা [Snaiperskaya Vintovka Dragunova] ডাক নামঃ ড্রাগানভ গুলির মাপঃ ৭.৬২ মিমি x ৫৪ মিমি ধরনঃ গ্যাস অপারেটেড, সেমি অটোমেটিক দৈর্ঘ্যঃ ১২২৫ মি মি [নলের দৈর্ঘ্যঃ ৬২০ মি মি] ওজনঃ ৪.৩১ কেজি [টেলিস্কোপ সহ] মাজল বেগঃ ৬৫০ রাউন্ড প্রতি মিনিট কার্যকরী পাল্লাঃ ৮০০ মিটার সর্বোচ্চ পাল্লাঃ ১৩০০ মিটার সংক্ষিপ্ত ইতিহাসঃ দ্বিতীয় বিশ্ব যুদ্ধ পরবর্তী সময়ে এসল্ট রাইফেল এবং মেশিনগান এর দাপটে সাধারণ সৈনিকদের দূরপাল্লা ও মধ্যম পাল্লার ফায়ার সাপোর্ট দেওয়ার জন্য সোভিয়েত বাহিনীতে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে সের্গেই সিমনভ এর এস এস ভি ৫৮ এবং আলেকজান্ডার কন্সটান্টিনভ এর ২ বি ডব্লিউ ১০ কে হারিয়ে বিজয়ী হয় ইয়েভগেনি ড্রাগনভ এর এস ভি ডি ১৩৭ । এস এস ভি ৫৮ এর প্রটোটাইপঃ ২ বি ডব্লিউ ১০: এস ভি ডি: ১৯৬৩ সালে প্রথম পরীক্ষামূলক ব্যাচ এর ২০০ রাইফেল এর পূর্ণাঙ্গ মাঠ পরীক্ষার শেষে ১৯৬৪ থেকে ইজমাশ কারখানায় উৎপাদন শুরু হয় ড্রাগানভ রাইফেল এর । ড্রাগানভ রাইফেল যুদ্ধক্ষেত্রে ব্যবহারের দিক থেকে সবচেয়ে বেশি নির্ভরযোগ্যতার পরিচয় দিয়েছে। তুষার শুভ্র সাইবেরিয়া থেকে শুরু করে মরুময় ইরাক , সকল পরিবেশেই এর কার্যকারিতা প্রায় একই ছিল। ইরাক এ ড্রাগানভঃ বরফের দেশে ড্রাগানভঃ প্রাক্তন ওয়ারশ চুক্তির অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোতে মধ্যম পাল্লার কার্যকরী স্নাইপার রাইফেল হিসেবে ড্রাগানভ এর ব্যবহার প্রচুর পরিমান এ লক্ষ্য করা যায়।

এর অনেক গুলো প্রকরণ এবং নকল বিশ্বে প্রচলিত রয়েছে। এর মধ্যে চীন এর তৈরী টাইপ ৮৫ (বাংলাদেশে যেটা ব্যবহৃত হয়), ইরাক এর আল কাদেইশ রাইফেল, এন ডি এম ৮৬ রাইফেল এর প্রচলন বেশি। টাইপ ৮৬ : তবে রোমানিয়ার রোমাক এফ পি কে, যুগোস্লাভিয়ার যাস্তাভা এম ৭৬ শুধু দেখতেই এর মত বরং কাজে কর্মে অনেকটা স্বল্প পাল্লার একে ৪৭ এর মতই । ড্রাগানভ রাইফেল নিয়ে একটি ভিডিও দেখুনঃ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.