আমাদের কথা খুঁজে নিন

   

আমি এইবার ঈদে মফিজ হইব না

চোখের আলো যেখানে কালো মনের আলো সেখানে আলোকিত...তাই আলোকিত মানুষ দেখার আশায় এই খানে আগমন....

আহ কি যে মজা লাগতাছে!!!!!!!!!!!!!!!!! ... ..................... ........................................ ............................................................... ................................................................................ সবাইকে ঈদের শুভেচ্ছা (অগ্রিম)। সবাইকে ঈদের গরু/ছাগল মোবারক (অগ্রিম)। সবাইকে গরুর মাংসের নিমন্ত্রন (অগ্রিম)। তয় এইবার কিন্তু আমি আর মফিজ না, আমি এইবার ঢাকাইয়া আমার খুবই মজা লাগতাছে, এইবার ঢাকায় ঈদ করমু, জীবনে কোনদিন ঈদের দিন বাড়ির বাইরে কিংবা বাড়ির বাইরে ঈদ করি নাই। এইবারই প্রথম বাড়ির বাইরে অর্থাৎ ঢাকায় ঈদ করমু । এক ঈদে ইউটার্ন নামের এক নিক বলেই দিছিল যারা ঈদ উপলক্ষে ঢাকার বাইরে চইলা যান, তিনারা 'মফিজ'। উনি অবশ্য ঢাকাইয়াদের মফিজ নয় বলতে চাইছিলেন এইভাবে যে ঈদে যারা ঢাকার বাইরে চইলা যান উনারা মফিজ!! তয় আমি এইবার আর মফিজ না ওহে মফিজগন আপনেরা ঈদের পরে ঢাকায় আসবেন আর আমার জন্য মাংস নিয়া আসবেন। অহ!! মাফ করবেন আমি কাইকে মফিজ বইলতে পারি না কারন নিজে ও এককান মফিজ আর আমার চাচা ডা: মফিজুর রহমানের সামনে আমার ভাইকে একবার মফিজ বলে গালি দিইয়া আমাকে দু-দিন বাড়ির বাইরে পালাই থাকতে হইছে, তয় শিক্ষা পাইছি, তাই বলি কেউ মফিজ না...আমিই শুধু মফিজ ছিলাম আর এইবার মফিজ হওয়া থেকে মুক্তি পাইলাম বলে মনে হইতাছে। ঢাকায় নাকি ঈদের দিন রাস্তা একদম ফাকা থাকে, এইটাকে ঢাকা বলে মনেই হয় না!! তয় এইবার দেখুম ঢাকার ঈদ কেমন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.