আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বায়নে মুদ্রার প্রচলন কি উঠে যাবে? ডিজিটাল কারেন্সীতে চলবে বিশ্ব, ক্ষতি কী

আমি কম্পিউটার পেশাজীবী মানুষ। বর্তমান কম্পিউটারবিশ্বে নিজেকে তুলে ধরতে চাই। আজকের বিশ্বায়ন ডিজিটাল পদ্ধতিতে চলছে। এ পদ্ধতিতে সবই ডিজিটের মাধ্যমে হয়। তাহলে বাহ্যিক মুদ্রার কী দরকার।

কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে যদি টাকা বা ডলার আদান-প্রদান করা যায় তাহলে ফুল দোকান, সব্জি দোকান, শাড়ীর দোকান, হোটেল রেস্তরায় কেন ডিজিটের লেনদেন করা যাবে না। অবশ্যই যাবে। তাহলে এত টাকা খরচ করে টাকা ছাপাতে হবে কেন? পকেটে টাকার বস্তা পেলে ডাকাত বা পকেটমারেরা কেন টাকা নিবে? মাছ কিনে আমি দোকানদারকে মোবাইল টু মোবাইল টাকা দেব অর্থাৎ ডিজিট দেব তাতে ক্ষতি কী? মাসশেষে চাকরিজীবীকে ডিজিট দেব, ব্যাস শেষ। সবক্ষেত্রে ডিজিটাল হয়ে গেলে ভিজুয়্যাল টাকার বা মুদ্রার কোনো দরকার নেই। ব্যাংকগুলোতে বস্তায় বস্তায় টাকা রাখার কী যৌক্তিকতা হতে পারে? তাহলেতো দুর্নীতিও অনেক কমে যাবে।

তারই নাম ডিজিটাল। সারাবিশ্ব মিলে আমরা তাই করি। সেদিন হয়তো বেশি দূরে নয়। এ কে কামাল, খাগড়াছড়ি। Currencyless globalization in digital world This is the digital world. All are doing in digital in this system. So, what`s necessity of visual currency. If it`s possible to exchange taka or dollar mobile-to-mobile or computer-to-computer, so why not exchange in digit to flower shop, vegetable shop, hotel- restaurant etc. Of course, it will possible. So there are no need to print taka or dollar in takshal. If so this, it will not possible for criminal to chit of currency. There no problem to exchange digit mobile-to-mobile into grocery or fishing house. I shall give digit to employee in the ending of month. There are no need of visual currency in everywhere if that will digitalize. No logic to keep currency in any bank or in other. Otherwise corruption will decrease in this way. This is called “Digital”. We do so altogether in the world. May be that is no far. A K Kamal Khagrachari, Bangladesh e-mail : ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।