আমাদের কথা খুঁজে নিন

   

মডারেটর দের অনেক ধন্যবাদ এত দ্রুত অ্যাকশন নেবার জন্য!

দিতে পারো একশ ফানুস এনে...আজন্ম সালজ্জ সাধ একদিন আকাশে কিছু ফানুস উড়াই... রিপোর্ট করার মাত্র ৪০ মিনিটের মাথায় মহামান্য ব্লগটাকে ব্যান করে দিয়েছে। জানা আপু এবং অন্যান্য মডারেটর দের অনেক ধন্যবাদ। সকল ব্লগারদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, যারা রিপোর্ট করেছেন ঐ ব্লগারের বিরুদ্ধে। আপনারা আমার পাশে দাঁড়িয়ে এত দ্রুত রিপোর্ট করার জন্যই এটা সম্ভব হয়েছে। অনেক অনেক ধন্যবাদ সহব্লগারদের।

************************************* আগের পোস্টঃ প্রথম পাতায় চোখ আটকে গেলো। ছবি ব্লগ হিমালয় কন্যা নেপাল পর্ব দুই প্রথম পৃষ্ঠায়। যেটা আসলে আমার লেখা। মহামান্য এর ব্লগে ঢুকে দেখি আমার যাবতীয় লেখা কপি করে পোস্ট করেছেন। এটা কি টিজ করার নতুন কোন উপায় না চুরি? যদিও তার ব্লগে লেখা আমি পরম শ্রদ্ধেয়, সম্মানিত এবং মহামান্য একজন ব্যাক্তি কিছু বলার ভাষা নাই।

মডারেটরদের দৃষ্টি আকর্ষন করছি। এই ভাবে যদি লেখা কপি হতে থাকে, তবে আর কেউ ব্লগে কোন মৌলিক লেখা দেবে না। সামুর প্রথম পাতায় আসলো বলেই ধরতে পারলাম, হয়ত অন্য কোন ব্লগেও দিয়েছে। ধরতে পারছি না। ব্লগার মহামান্য এর ব্লগ তার জুলাই ২০১১ এর সবকটি পোস্ট আমার।

এবং বেশীরভাগে সে মন্তব্যও নিচ্ছে না। ************************************* ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।