আমাদের কথা খুঁজে নিন

   

গীতবিতানের ডুবসাঁতার (আবিদের জন্য এলিজি)

দ্য ওয়ে আই ফিল ইট... ত্রিশূল ট্রাইবুনাল, মা আর গ্রিনরুমে চেনা মুখ... করতালি মুছতে মুছতে জন্ম হয় এসএমএস... চারুকলা-দেয়ালের গান... তুমি হাসো... গীতবিতানের ঘ্রাণ আর স্বাদ হাতড়ে একদিন আলো পেয়েছিলে... আলো হয়েও গেলে আরেক বিকেলে, শ্রাবণ আর রোদের সঙ্গমে... ভীষণ ঠান্ডা শিরোনামে গ্যালারির নকল বাতাসে তখনো বেদনা-ধুসর কিবরিয়া... ঘোলা লবনাক্ত ফেনায় এখনও ভোটের আঁশটে গন্ধ... সপ্তম-নবমাশ্চর্য হয়ে অন্য এক বঙ্কিম ডুবসাঁতার... পরাজিত আগ্রাসী থাবায় তোমার জলখাবার হয়ে গেছে অসহায় সমতট... এই অন্ধকার মিছিলের কসম, কাঁধগুলো আমাদের পিতামহের জন্য... তবু এক অক্ষম সেতারের কফিন কাঁটাতারের মতো বসে গেছে জনকের কাঁধে-বুকে... দেখো, কী উষ্ণ-উর্বর মাটি... এখানে রোপন হবে জননীর স্বপ্ন... শ্রাবণ হয়তো কৃপণ হবে না... ঝরঝর সেচ মিলবে, গীতবিতানের সুরে... বেঁচে থাকো গীতবিতান... জেগে থাক তিরাশি পাতা, শ্রাবণ-সমুদ্রের গান... রহস্য-বালুতে গাঁথা এপিটাফ ধুয়ে মুছে হেঁটে যাক দু-জোড়া রঙিন পা... অনুমতি দাও, তীব্র জোসনায় আবার কেঁদে উঠুক লাইভ কনসার্ট... শুধু উপসাগরকে বলি... জেগে থেকো... এক জননীর গন্ডদেশ তোমার স্পর্ধার চেয়েও প্রচন্ড লবণাক্ত হয়ে উঠছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।