আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ ভালোবাসায় হাতির ঝিল !

অনুমতি ব্যতিত কপি পেস্ট মারলে মাইরা ভূত বানাই হালামু… আমার মাথায় সমস্যা থাকতে পারে… মনে হইতেছে, হাতির ঝিল ঐদিনও না ঘুরলাম? হলুদ বাল্বের ঝাপসা আলোয়, বা অনধকারে রেকেট খেলায় মত্ত ৪ ৫ জনময় বা জনমানবহীন গর্ভাস্থিত ব্রিজ, রাস্তাগুলো দিয়া ঐদিনওনা হাটলাম, কত্ত বার হাটলাম! ব্রীজের হেলানো পিলারগুলার উপর শুইয়া আক্কাশ দেখলাম! অন্ধকারে ১ নবনির্মিতার নিচ দিয়ে ঝালাই দিয়া লাগানো পুলসিরাত দিয়া এপাড় ওপাড় হইলাম! উচ্চতারে কলা দেখিয়ে গেটগুলার উপর উইঠ্ঠা হাওয়া খাইলাম! নিষিদ্ধ পনথালম্বয়ী হইয়া আর্মির কিঞ্চিত রোষালোনে পরলাম, ঝগড়া লাগাইয়া ঝগড়ায় পানি ঢাইলা দিলাম!! আরো ১০০টা কাম আকাম করলাম! ও জন্মের আগের প্রায় পুরো সময়টা আমাদের চোখের সামনেই ছিল। একদিন না গেলেও ভাল লাগত না। এক জ্বালাময়ী জন্মের পর আমাদের সে ভুইল্লা গেল! পুরা ব্রীজ জনসমাবেশ হইয়া গেল, বড় বেশী মেকআপ করা হইল লাইট মাইরা কিন্তু আমার আর এখন যাইতে সেই আগের মত ভাল্লাগেনা! তবু যাই মাঝে মাঝেই, সপ্তাহে অন্তত ১ দিন হইলেও, কনক্রিটএর জঞ্জালে কিছু শূন্য আনন্দ খুঁজতে! আর অনেক না বলা না বলা কথা গল্প জমা হতে থাকে আমার ঝুরিতে! পুরান কিছু পিছ আপলোড মারলাম.. বাসার সবচে কাছেরটা আরেকটা এইটার নিচে পুলসিরাত সিল আর একটা এই ব্রিজটা আর নাই। ৭১ এর পর এর নিচে আমার আম্মু অনেক লাশ জমা থাকতে দেখসিলেন আর সকল হাতির ঝিল গামীদের জন্য বল্লাম, “ডাসটবিনগুলার সদ্বব্যবহার কইরেন অনুগ্রহ কইরা”  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।