আমাদের কথা খুঁজে নিন

   

Youtube থেকে ভিডিও ডাউনলোডের সবচেয়ে সহজ উপায়

https://www.facebook.com ভিডিও ডাউনলোডের আগেই দেখা Youtube আসার আগে এটা মনে হয় কল্পনার ব্যাপার ছিল। Unfortunately Youtube এ ডিফল্টভাবে কোন Download নামে কোন অপশন নাই। কিন্তু ডাউনলোড তো করতেই হবে। প্রথম পদ্ধতিঃ আপনি যদি মজিলা ফায়ারফক্স ইউজ করেন তাহলে Easy YouTube Video Downloader এড-অন টি ডাউনলোড করে ইন্সটল করুন তাহলেই ভিডিও এর নিচে Download নামে সেই মহাকাংখিত বাটন পেয়ে যাবেন। আপনি MP4, FlV, MP3 ফরমেটে ডাউনলোড করতে পারবেন ৩৬০, ৪৮০ পিক্সেলে আর যদি HD ভিডিও হয় তাহলে ৭২০, ১০৮০ পিক্সেলেও ডাউনলোড করতে পারবেন।

FLV এর চেয়ে Mp4ই ভাল তাই MP4 ৩৬০পিক্সেলের ভিডিও ডাউনলোড দিয়েই শুরু করবেন এর কোয়ালিটি যথেষ্ট ভাল। আরও ভাল চাইলে ৪৮০ বা এর চেয়ে বেশী ডাউনলোড করুন। Easy YouTube Video Downloader লিঙ্কঃ Click This Link দ্বিতীয় পদ্ধতিঃ তবে আমার কাছে যেটা সবচেয়ে ভাল লাগে সেটা হচ্ছে ডাউনলোডের জন্য দারুণ একটা সফটওয়ার "Jdownloader" এটা দিয়ে আপনি MP4, Flv, MP3 এইসব ফরমেটে ডাউনলোড করতে পারবেন ৩৬০, ৪৮০ পিক্সেলে আর যদি HD ভিডিও হয় তাহলে ৭২০, ১০৮০ পিক্সেলেও ডাউনলোড করতে পারবেন। তবে এটাতে উপরেরটার চেয়ে পিক্সেলের অপশন কিছু বেশী পাবেন যেমন এটাতে ৪৮০পিক্সেল FLV দেখতে পাবেন হয়ত এটা উপরের নিয়মে মাঝে মাঝে আপনাকে দেখাবে না । এটাতে webm নামে নতুন একটা ফরমেটও আছে।

এটা দিয়ে খুব ভাল resume সাপোর্ট পাবেন। এটা দিয়ে একসাথে অনেকগুলো ভিডিও ডাউনলড করতে পারবেন। এটা ইউজ করার জন্য ইন্সটলের পর ইউটিবের লিঙ্ক কপি করে Linkgrabber নামের বাটনে ক্লিক করুন, নতুন উইন্ডো আসলে টিক দিয়ে ok করুন তারপর কিছুক্ষণ ওয়েট করুন এটা আপনাকে বিভিন্ন ফরমেটের বিভিন্ন পিক্সেলের লিস্ট এনে দিবে, যেটা পছন্দ হবে সেটাতে Right বাটন ক্লিক করে with selected link ক্লিক করুন ডাউনলোড শুরু হয়ে যাবে, একইসাথে আরও ভিডিও ডাউনলোড করতে পারবেন একই নিয়মে। ভিডিও সিলেক্ট করে উপর থেকে pause, stop করতে পারবেন। pause করলে ডাউনলোড স্পিড ১০কিলোবাইট হয় বাকিটা দিয়ে ব্রাউজিং চলে এটা একটা দারুণ সুবিধা বলতে পারেন।

jDownloaer ডাউনলোড লিঙ্কঃ http://jdownloader.org/download/index ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।