আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরে ২ বোনকে দোররা: ইউপি চেয়ারম্যানসহ ২ জন গ্রেপ্তার

আমি আধম রংপুরের বদরগঞ্জে সালিশে দুইবোনকে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগে বুধবার দুপুরে এক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে রাজধানীতে গ্রেপ্তার করেছে র‌্যাব। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আয়নাল হক (৪০) এবং তার সহযোগী মো. সাইফুল ইসলাম মন্ডলকে (৪৪) ঢাকার কাকরাইল এলাকা থেকে বুধবার সকাল ১২টার দিকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের আইনি ও গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার রাজারামপুর কাশীগঞ্জ গ্রামের হাশেম আলী গত ২৩ জুন বিষ পান করেন এবং ২৫ জুন তিনি মারা যান। তার মৃত্যুর ঘটনায় গ্রাম্য সালিশ বসে এবং এই মৃত্যুর জন্য হাশেম আলীর স্ত্রী দুই সন্তানের জননী হাফিজা বেগম হ্যাপি ও তার বোন সাইদা বেগমকে দায়ী করা হয়।

সালিশের সিধান্ত অনুযায়ী দুই বোনকে গ্রামবাসীর সামনে নির্মমভাবে দোররা (লাঠি দিয়ে পেটানো) মারা হয় এবং তাদের বাবার ৪ শতাংশ জমি মৃত ব্যক্তির সন্তানের নামে লিখে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এই ঘটনার সচিত্র প্রতিবেদন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়। ঘটনার বেশ কয়েকদিন পর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা বেগম বাদি হয়ে স্থানীয় থানায় একটি মামলা করেন। এই মামলার প্রেক্ষিতে পুলিশ প্রথমে দুইজনকে গ্রেপ্তার করে। কিন্তু মূল হোতা মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আয়নাল হক আত্মগোপন করেন।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আলোচিত ঘটনার পর র‌্যাব মূল হোতাদের গ্রেপ্তারের জন্য মাঠে নামে। এরই ধারাবাহিকতায় বুধবার বেলা ১২টার দিকে রাজধানীর কাকরাইলে এস এ পরিবহনের সামনে থেকে আয়নাল হক এবং সাইফুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আয়নাল র‌্যাবকে জানিয়েছেন, দুই বোনকে দোররা মারার সময় তিনি উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত 'চিকনা' এনামুল ও 'মোটকা' এনামুল তাদের হাত-পা বেঁধে পেটায়। দোররার আঘাতে হ্যাপি ও সাইদা অজ্ঞান হয়ে পড়ে।

পরে মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরানোর পর তাদের আবার মারা হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।