আমাদের কথা খুঁজে নিন

   

রংপুরে প্রধানমন্ত্রী

বিয়ের পর স্ত্রী ক্রিস্টিনা ওভারমায়ারকে সঙ্গে নিয়ে রংপুরে গ্রামের বাড়িতে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের এটাই প্রথম সফর। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন পুতুল ও তার স্বামীও রংপুরে এসেছেন।
তাদের এই সফর উপলক্ষে পীরগঞ্জের ফতেহপুরে প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি মিয়া বাড়িকে সাজানো হয়েছে নতুন সাজে। আশেপাশের এলাকায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তার ব্যবস্থা।
প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বহনকারী হেলিকপ্টারটি বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মিয়া বাড়ির কাছেই নির্মিত অস্থায়ী হ্যালিপ্যাডে অবতরণ করে।

হ্যালিপ্যাড থেকে মোটর শোভাযাত্রা করে তারা বাড়ির ফটকে পৌঁছান।
রংপুর-৩ আসনের সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্বশুরবাড়িতে বিশ্রাম নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে ছেলেমেয়ে-নাতি নাতনিদের নিয়ে স্বামীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী।
এরপর বেলা ২টার পর পৌঁছাবেন পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায়।
জনসভাস্থল থেকেই প্রধানমন্ত্রী কাঁচদহঘাটে করতোয়া নদীর ওপর নির্মিত ওয়াজেদ মিয়া সেতু, জেলা পরিষদ ডাকবাংলো এবং রংপুর নগরীতে নির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্বোধন এবং কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিস্থাপন করবেন বলে রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ জানান।
উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসাবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

বিশেষ অতিথি হিসাবে সজীব ওয়াজেদ জয়েরও বক্তব্য দেয়ার কথা রয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান।
আওয়ামী লীগ সভানেত্রী ২০০৮ সালে রংপুর-৬ পীরগঞ্জ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমান মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর পীরগঞ্জে এটি তার তৃতীয় সফর। সর্বশেষ ২০১২ সালে ২০ সেপ্টেম্বর তিনি রংপুরের কাউনিয়ায় তিস্তা সেতুর উদ্বোধন করেন।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, ২০১১ সালে ৮ জানুয়ারি রংপুরে প্রথম সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৬টি প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এর মধ্যে চারটি পূর্ণ বাস্তবায়ন হয়েছে এবং দুটির কাজ চলছে।
আগামী নির্বাচন সামনে রেখে বাকি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবেন তারা।
প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সফর উপলক্ষে পীরগঞ্জ এলাকাকে সাজানো হয়েছে নতুন সাজে। রাস্তার দুই পাশে বসানো হয়েছে রংবেরঙের তোরণ। সেই সঙ্গে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা।


আড়াই হাজার পুলিশ সদস্যসহ র‌্যাব ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বলে জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।