আমাদের কথা খুঁজে নিন

   

তেতুলতত্ত্বে চ্যালেঞ্জ প্রদানকারী কওমি মাদরাসায় বলাত্কারের ৪-টি ঘটনাচিত্র :

বাংলা আমার দেশ মাও. শফিতত্ত্বে মহিলাদের দেখলে নাকি পুরুষের জীবে জল আসে। কিন্তু কওমি মাদরাসার বলাত্কারের ঘটনায় প্রশ্ন- ছেলেদের দেখেও মাওলানাদের ‌‌’জীবে জল’ এলো কিভাবে? ঘটনা : ১ : কুষ্টিয়ায় হেফাজত-নিয়ন্ত্রিত কওমি মাদ্রাসায় ৯ বছর বয়সী ছাত্র আবদুল্লাহকে বলাত্কারের চেষ্টা করেছেন সমকামী কওমি-শিক্ষক মোহাম্মদ তানভীর। ঘটনা : ২ : পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার গোয়ালদিঘী নেছারিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র সেলিমকে মাদ্রাসার কৃষি বিভাগের শিক্ষক ও বোর্ডিং সুপার মো. মুক্তারুল আলম বলাত্কার করেন চলতি বছরের ২৪ জানুয়ারি। ঘটনা : ৩ : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নুরুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার সুপার আবুল হাসেম চলতি বছর জুনে ছাত্র ওমর ফারুককে বলাত্কার করে। ঘটনা : ৪ : ঝিনাইদহের আল ফারুক একাডেমি মাদ্রাসার এক ছাত্রকে বলাত্কারের ঘটনায় গত বছরের জুন মাসে মাদ্রাসাটির শিক্ষক হাফেজ মো. হাসানুজ্জামানকে পুলিশ গ্রেপ্তার করে।

Moral of the story : উপর্যুক্ত ঘটনা তেতুলতত্ত্বে চ্যালেঞ্জ প্রদান করে ও মাওলানারা ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হননা! মাও. শফিতত্ত্বে মহিলাদের দেখলে নাকি পুরুষের জীবে জল আসে। কিন্তু কওমি মাদরাসার বলাত্কারের ঘটনায় প্রশ্ন- ছেলেদের দেখেও মাওলানাদের ‌‌’জীবে জল’ এলো কিভাবে? ঘটনা : ১ : কুষ্টিয়ায় হেফাজত-নিয়ন্ত্রিত কওমি মাদ্রাসায় ৯ বছর বয়সী ছাত্র আবদুল্লাহকে বলাত্কারের চেষ্টা করেছেন সমকামী কওমি-শিক্ষক মোহাম্মদ তানভীর। ঘটনা : ২ : পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার গোয়ালদিঘী নেছারিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র সেলিমকে মাদ্রাসার কৃষি বিভাগের শিক্ষক ও বোর্ডিং সুপার মো. মুক্তারুল আলম বলাত্কার করেন চলতি বছরের ২৪ জানুয়ারি। ঘটনা : ৩ : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নুরুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসার সুপার আবুল হাসেম চলতি বছর জুনে ছাত্র ওমর ফারুককে বলাত্কার করে। ঘটনা : ৪ : ঝিনাইদহের আল ফারুক একাডেমি মাদ্রাসার এক ছাত্রকে বলাত্কারের ঘটনায় গত বছরের জুন মাসে মাদ্রাসাটির শিক্ষক হাফেজ মো. হাসানুজ্জামানকে পুলিশ গ্রেপ্তার করে।

Moral of the story : উপর্যুক্ত ঘটনা তেতুলতত্ত্বে চ্যালেঞ্জ প্রদান করে ও মাওলানারা ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হননা! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।