আমাদের কথা খুঁজে নিন

   

তোমারি বাঁধনে

তুমি কোন কাননের ফুল কন গগনের তারা তোমায় কোথায় দেখেছি কোন ফাগুনের বারা তুমি ফিরে নাহি চাও তুমি দূরে নাহি যাও এরি মাঝে জড়িয়ে আছে দুই নয়নের ধারা । তোমার বাঁধনে আমি নিজেকে এতোটা গভীরে নামিয়েছি যে এরখান থেকে আর কখনো নিজেকে ফেরাতে পারবনা জীবনের প্রয়োজনে মানুষ এতোটা গভীরে নামতে পারে আগে জানতাম না ? তুমি আমি আজ দূজন এক স্বত্বা নিয়ে দুই প্রান্তে অবস্থান করছি কেন বলতে পার সময়ের প্রয়োজনে আজ তুমি ভুলেই গেছো বাঁধন হারা দিন গুলো । একদিন আমার প্রয়োজনে তোমার কাছে এসেছিলাম আজ তোমার প্রয়োজনে এসেছি মাঝখানে অনেকটা বছর কাটিয়েছো আমাকে ছাড়া একা একা এমন কথাকি ছিলো তোমার আর আমার মাঝে। না পাওয়ার বেদনা কখনো কি তোমাকে প্রশ্নবিদ্ধ করেনাই কেন তুমি আমাকে ছাড়া এতোটা সময় কাটালে । ক্ষণস্থায়ী জীবনের জন্য এই সময় আর কখনো ফিরে পাওয়া যাবেনা আমাদের জীবনে অনুশচনা হয়নি কখনো যে আমি যাহা করছি তা কি সঠিক করছি। যদি একবার নিজেকে প্রশ্ন করতে তাহলে উত্তর পেতে। তোমার বাঁধনে আমি ?...............................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।