আমাদের কথা খুঁজে নিন

   

হায় !! দিপু মনি, অবশেষে আপনিও রাজনীতির নোংরামির কাছে আত্ম-সমর্পন করলেন??

ভালকে সমর্থন এবং খারাপকে বর্জন করতে শিখুন । খালেদা জিয়া ক্ষমতা ছাড়া কিছুই বুঝতে চান না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘খালেদা জিয়া ক্ষমতা ছাড়া কিছুই বুঝতে চান না। তিনি সংসদ মানেন না, আদালত মানেন না এমনকি রাষ্ট্রকেও মানতে চান না। তার কাছে সংসদ ভালো লাগে না।

তিনি ক্ষমতায় থাকা অবস্থায় সংসদে যেতেন না। বর্তমান সংসদের আড়াই বছরে তিনি উপস্থিত ছিলেন মাত্র ছয় দিন। ’ ২৬ জুলাই চট্টগ্রামের শহীদদের স্মরণে আলোচনা সভা, সংবিধানের পঞ্চদশ সংশোধনী এবং বিরোধী দলের দেশদ্রোহীতামূলক কর্মকা- শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার রাজধানীর ডাব্লিউভিএ মিলনায়তনে একাত্তেরের ঘাতক দালাল নিমূল কমিটি এ সভার আয়োজন করে। দীপু মনি আরও বলেন, ‘চাইলেই চল্লিশ বছর পেছনে ফিরে যাওয়া যায় না।

তেমনিভাবে ৭২ এর সংবিধানে ফিরে যাওয়া যায়নি। পুরোপুরি ধবংস করা সংবিধানকে যতটুকু সম্ভব উপযুক্ত করা হয়েছে। ভালোর শেষ নেই। ভবিষ্যতে আরও ভালো করা যেতে পারে। ’ তিনি খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, ‘তিনি মুখে দেশকে ভালোবাসার কথা বলেন।

দেশকে ভালোবাসলে যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান নিতে পারতেন না, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য হরতাল দিতে পারতেন না। তাদের হরতাল গণতন্ত্র রক্ষার জন্য নয়, পরিবার রক্ষার হরতাল। ’ সরকারের উন্নয়ন এবং প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনা আবেগের বিষয় নয়। আমাদের প্রতিশ্রুতি সবগুলো কাজ বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ। ’ অনুষ্ঠানে প্রধান আলোচক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘বিরোদী দল হরতালের নামে গোপন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।

তাদের মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের রক্ষা করা এবং উন্নয়ন ব্যাহত করা। ’ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বিচারপতি মো. গোলাম রাব্বানীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী ও ফেরদৌসী প্রিয়ভাষিণী। বিচারপতি গোলাম রাব্বানী বলেন, ‘৭২ এর সংবিধানে ফেরার প্রত্যাশায় জনগণ বিগত নির্বাচনে ভোট বিপ্লব ঘটিয়েছে। পুরোপুরি ৭২ সংবিধানে ফিরতে আরও ভোট বিপ্লব ঘটাতে হবে। ’ স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবীর।

সুত্র : লিংক  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।