আমাদের কথা খুঁজে নিন

   

তোমায় করছি নিমন্ত্রণ-Admission going on

,,,কুয়াশার আড়ালে লুকানো ঘটনা কুয়াশার চাদরে জড়ানো সকালের মোহনীয় রূপের মত নিস্পাপ, নিস্কলঙ্ক, নির্মোহ নয়,,, আমি বাঙ্গাল- তোমায় করছি নিমন্ত্রণ ষোল কোটি প্রাণের কাছে উষ্ণ আমন্ত্রণ ৫২’তে মোরা দিয়েছি প্রাণ, করেছি আন্দোলন ভাষার জন্যে জীবনদানে ধরণীতে আমরাই প্রথম ৭১’এ মায়ের প্রেমে হলাম ঘর ছাড়া স্বপ্ন দিয়ে যুদ্ধ শেষে হলো বর্গী ছাড়া যুদ্ধ দিয়ে প্রেমের শুরু যুদ্ধের মাঝেই শেষ যুদ্ধোত্তর বাংলাদেশে আমরা সবাই শেষ ভীনদেশীদের করাল থাবায় এখন আমরা নাই এখন মোরা নিজ প্রভুদের জুতার বাড়ী খাই দেশপ্রভুদের ইশতেহারে সবই আছে ভাই বাস্তবে তা দেখতে হলে সপন দেখা চাই সাগর জলে যেমনি তোমার খাবার পানি নাই আমার দেশে আইসা দেখ্, খুনীর ফাসি নাই। বিদেশ পাস প্রভুর ছেলে দামী গাড়ি হাকায় যোগ্য বেকার ছেলের জুতা হাটতেই শেষ হয় তোমার দেশে স্বপ্ন দেখো- স্বপ্নগুলো রঙ্গিন আমার দেশের স্বপ্নগুলো সাদাকালো বর্ণহীন তোমার দেশে স্বপ্নগুলো ধীরে ধীরে আলো দেখে আমার দেশের স্বপ্নগুলো ধূলো-ময়লায় ঢাকা পড়ে প্রভু শ্রেনীর স্বপ্ন গুলোর কোন মা-বাপ নাই তবুও সেই স্বপ্নের পিছে সবার ছোটা চাই প্রভু আমার স্বপ্ন দেখে বিমান বিহীন বন্দরের প্রভু পিতার নামে হবে- খবর আসে অন্দরের আমার দেশে সুযোগ পেলে সবাই মোরা চোর আমজনতা, রিকশাআলা, দেশপ্রভুও চোর আগের প্রভুপুত্রের জালায় চিন্তা ছিলো সীমাহীন অদ্যের ঘেটুপুত্রের নাকি বন্ধু বাৎসল্য অন্তহীন আমার দেশে বেড়াতে এসে কোরো না’ক লীগের বদনাম ‘লীগ’ছেলেরা’ রেপ করে যায়- বাড়ে তাতে বাপের সুনাম আমার দেশের আরেক প্রভু জাতীয়তাবাদের সিম্বল তার সময়ে আসলে পাবে খাম্বা-খুটির স্যাম্পল আমার দেশের প্রভুসমাজ নীতির কথা বলে ধনিক শ্রেণীর ঘুষের টাকায় নিবাচনে লড়ে আজব দেশে আজব নিয়ম, আজব প্রভুর ঘর প্রভু ক্ষমতায় সাধু, বিরোধে গেলেই চোর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।