আমাদের কথা খুঁজে নিন

   

ESET এর কী ঝামেলা ? একটু চোখ ভুলিয়ে নি....

এ মন যখন, বেসামাল বেহিসাবী হতে চায় এ মন তখন, তরি কথা ভেবে পথ হারায় ---My heart says, you’re only mine Never-ever leave me behind I wanna be with you every time... সাইভার ওয়ার্ল্ড আমরা অনেকেই বিভিন্ন ধরনের এন্টিভাইরাস ব্যবহার করি। অনেকের পছন্দের সাথে আমার পছন্দটি নাও মিলতে পারে। আমি নিজেও অনেক এন্টিভাইরাস ব্যবহার করিছি। সেগুলো হল ম্যাকাফি, ক্যাস্পারস্কি, এভাস্ট, আভিরা, এভিজি……। বর্তমানে ESET Smart Security ব্যবহার করছি।

এটি অত্যন্ত এক্টিভিটেড এন্টিভাইরাস। যাদের পিসির কনফিগারেশন সবল নয়, এন্টিভাইরাস ইনস্টল করলে কম্পিউটার স্লো হয়ে যায় অথবা ভাল মানের এন্টিভাইরাস ব্যবহার করতে ইচ্ছুক তারা এটি ব্যবহার করে দেখতে পারেন। এটি খুবই শক্তিশালী এন্টিভাইরাস। যারা ব্যবহার করেছেন তারা এর কেরামতি ভাল করেই জানেন। এই এন্টিভাইরাসটি ডাউনলোড করতে হলে অবশ্যই এর ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে।

তবে তা কিভাবে সংগ্রহ করতে হয় তা পরে বলবো । আর অনেক সময় দেখা যাই ভিবিন্ন সাইট থেকে ESET Smart Security ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করি কিছু দিন পর দেখি তা ব্লক করে দেয় । । কেন বলতে পারেন আমি যতটুকু জানি আমরা যে ESET কী গুলু ইউস করি তা আমরা ভিবিন্ন ওয়েব সাইট বা নিজের ব্লগ সাইটে তা পোস্ট করি এবং অনেক সময় তা ESET কতৃপক্ষ চোখে পড়ে ফলে তারা সেই কী গুলো ব্লগ করে দেয়। Compatable with : ESET Smart Security (all versions) NOD32 Antivirus (all versions) এখন নিচে থেকে ESET Smart Security ডাউনলোড কুরুন ঃ Download : Click This Link ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করতে নিচে থেকে … Download : Click This Link ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করতে সতকতা ঃ ESET এর ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করার সময় যদি ESET ইন্সটল করা থাকে তাহলে প্রথমে ESET Disable করুন (open eset —click set up—temporarily disable anty virus and antyspyware and press yes . temporarily disable personal firewall and press yes) তার পর সফটওয়্যারটি চালু করুন ।

তাহলে ESET এর ইউজারনেম ও পাসওয়ার্ড পাবেন তা নোট প্যাড সংগ্রহ করুন । অথবা অথবা…। । ESET ইন্সটল করার আগে ESET এর ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করুন। ধন্যবাদ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।