আমাদের কথা খুঁজে নিন

   

জানু, জানো এখন আমি কি করছি?

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. । জানু, জানো এখন আমি কি করছি? -কি করো গো! -দুই পাশে গাছের সারি, নীলাকাশ ছোয়া বৃক্ষরাজি তার মাঝ দিয়ে বয়ে চলে সমান্তরাল রেললাইনে হাটছি। কল্পনায় তোমার হাতটি ধরে ভেসে যাচ্ছি স্বপ্নের দেশে। -ওয়াও অনেক রোমান্টিক জায়গা তাই না জান? -আচ্ছা যদি হারিয়ে যাই আমরা এই পথ ধরে... -উ, তারপর? -তারপর.. আহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহ -হ্যালো, এই, কি হয়েছে.... হ্যালো হ্যালো........হ্যালো...কথা বল না কেন হ্যালো!!! আর হ্যালো হ্যালো করে লাভ নাই আপা, শেষ, রোমান্টিকতা ট্রেনের নিচে চাপা পড়ছে। আপনারতো সাধারণ কমন সেন্সই নাই। এই আপনার ভালোবাসার নমুনা? প্রিয় মানুষটির প্রতি কোন মনোযোগ দিলেন না, তাকে বারণ করতেও ভুলে গেলেন ভয়াবহ এই পথ থেকে সরে যেতে? রেললাইনের মাঝ দিয়ে হাটছে একটা লোক যার সম্পুর্ণ মনোযোগ আপনার দিকে আর আপনিও তাকে কিছুই না বলে দিলেন তো লাশ বানিয়ে? ভালোবাসার মানুষটির প্রতি মনোযোগ দিন, এইসব বিষয়ে আশ্রয় নয়, তেলবাজি নয় সচেতন করুন। এভাবে ট্রেনের নিচে চাপা পড়ে মরছে যারা বেশির ভাগই তরুন, হয় গান শুনতে শুনতে রেললাইনে চলছে, না হলে প্রেমিকার সাথে কথা বলতে বলতে হাটছে। একটু সচেতনতা , একটু মনোযোগ আপনাকে নতুনভাবে বাচঁতে সহায়তা করবে। এই কারণেই বলে প্রেম বাড়িতে, রাস্তায় বা গাড়িতে নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।