আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ার বিনিয়োগকারীদের জন্য অ"বিশেষজ্ঞ" পরামর্শ

আজকেও শেয়ারের দাম পড়তির দিকে। এভাবে আর কত দিন? নিজেকে সেফ করুন অন্যওকে সেফ থাকতে বলুন। হ্যা যেটা বলছিলাম, ডিসেম্বর'১০ এবং জানুয়ারী'১১ তে যারা শেয়ার মার্কেটে (সাধারন বিনোয়গকারীরা) ব্যাপক ক্ষতি স্বীকার করেও এখানে কন্টিনিউ করছেন তাদের উদ্দেশ্য করে বলছি, বর্তমানে কালো টাকার ঢামাঢোলে আপনাদের শেয়ারের দাম যদি মার্জিনে পৌছায় সাথে সাথে ছেড়ে দিয়ে, আবার নতুন করে শুরু করুন। কিনত্তু অবশ্যই বিচার বিবেচনা করে। কোম্পানীর প্রোফাইল, লভাংশের পরিমান, এসেট ভ্যালু বিশ্লেষন করুন।

হুজুগে যেয়ে জেট কেটাগরি শেয়ারে অথবা এ কেটাগরির শেয়ারেও টাকা ঢালবেন না। আবার যে "দরবেশ", "ক্রিকেটদা", "টিভিওয়লারা" আপনার টাকা টান দিবে না, সেটার কোনো নিশ্চয়তা নাই। একটু সেফ সাইটে থাকুন । মনে রাখবেন অন্যের দয়ায় বেশী দিন বাচা যায় না। ভাল থাকুন সবাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.