আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনার ভারত প্রীতি কি তার পিঠ বাঁচাতে পারবে?

আসুন আমরা সবাই একটি পরিচয়ে একাত্ব হয়। পরিচয়টি হলো 'বাংলাদেশী'। দেশে যখন সুশাসনের আকাল, দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে সাধারণ মানুষ যখন নাকাল; তখন আমাদের আপা রঙিন পরণে হাস্যজ্জ্বল হয়ে ২০০ভরির গহণারুপি উপহার তুলে দিলেন দিদির হাতে। এটা ছিল দিদিদের জন্য প্রতীকি উপহার, আরও উপহার অপেক্ষা করছে দাদাদের জন্য। আমাদের শরীরে ভ্রমন করার অনুমতি মিলবে আগামী সেপ্টেম্বরে। কি পরিতাপ, কি বিসর্জন! কিন্ত কেনো, কাহাদের তরে। এতে আমাদের স্বাধ মিটবেতো? অবস্থাদৃষ্টে মনে হয়েছে, হাসিনা এ পর্যন্ত যে অর্থনীতি বাংলাদেশকে উপহার দিয়েছে তা মোটা অংকে ভারত-বন্ধুত্বপূর্ণ। আমাদের ভাগ্যাকাশে দূর্দিনের প্রতিচ্ছ্ববি এখনও জ্বাজল্যমাণ। হাসিনার এদিকে খেয়াল আছেতো? নাকি ভারতবন্ধু তার আগামী নির্বাচনে জয়ী হবার কোনো সুকৌশল দিয়েছে, যার বিনিময়ে এত উপঢৌকন! এমন প্রেম, এমন প্রীতি বাংলাদেশীদের মন থেকে ভারতীয় দূর্গন্ধ উঁবে দিতে পারবেতো? নাকী প্রেমের কাটাঁয় আবদ্ধ হয়ে হাসিনা রঙ্গভঙ্গন হবে, রক্তাক্ত হবে পৃষ্টদেশ? আমি জানিনা, কেনো এই প্রীতি আর মান ভঙ্গনের রোমাঞ্চকর প্রবণতা! উনি কি ভুলে গেছেন, এই বাংলাদেশীরাই তাকে ভোট দিয়ে পাশ করিয়েছে! উনি কি ভুলে গেছেন, বাংলাদেশের ৯৫% মানুষ এখনও ভারতের গন্ধ পায়। তাদের নাসীকারন্ধ্র এখনও ভারতীয় গন্ধে সুরসুরি অনুভব করে, চাই ভারতকে পরিত্যাগ করতে! এই যখন অবস্থা, তাহলে হাসিনার পিঠ বাঁচবেতো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.