আমাদের কথা খুঁজে নিন

   

তেত্রিশ সেকেন্ড

আমি ধর্মভীরু - একাকী ঘরে থেকে প্রদীপের সল্তেটা বদলাই, তোকে লিখতে হাজারটা শব্দের প্রয়োজন বোধ করিনা, তোর জন্য ভস্ম দেহতে শীতল স্পর্শ বোধ করিনা। বোধ করি একটা পলক একটু নির্জলতা। তোর গ্রহের চাঁদগুলো যখন কুচকাওয়াজের সারিতে পা দুলায়, আমার ক্ষুদ্র দীপটায় তক্ষুনি শ্রুতিকটু একটা সুর প্রানখুলে গান গায়। তখন আমার কি হয় জানিস ? জানি জানিস না দেবতা এরসের’ও সেখানে কিছু করবার থাকেনা। তবে এটুকু জানি তোর হাতে জল ছিলো বলেই, আমি আজ মাঝি। তোর চোখে নীল ছিল বলেই, আজ আমি নীলকণ্ঠ পাখি। হুম...... মাত্র তেত্রিশ সেকেন্ড !!! তোর হাতে আমার হাত ছিলো, তাই ভূলে ভরা কবিতাটার কি জেনো হলো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।