আমাদের কথা খুঁজে নিন

   

মজাকাল-১ (কর্পোরেট সাউন্ড!)

হেঁটে হেঁটে যতদূর চোখ যায় পেশাগত ধরনের জন্য আমাকে প্রায়ই নানান কর্পোরেট প্রতিষ্ঠানে যেতে হয়। আজকে বিকেলে গুলশানের তেমনই এক বহুজাতিক কোম্পানির কর্পোরেট হাউজে গিয়েছিলাম। আমার গন্তব্য ছিল ১৬ তলা। লিফটের কাছাকাছি এসে দেখলাম আরে ওটা ছেড়ে গেল বলে! এক দৌড়ে লিফটে উঠে মনে হল লিফটের অন্যান্য আরোহীরা আমার এ প্রবেশকে খুব একটা ভাল চোখে দেখল না। এখানে একটা কথা বলে রাখা ভাল, আমি খুব সাধারণ পোশাকে চলাফেরা করি।

আর এটাই আমার ভাল লাগে। অবশ্য এ জন্যে যে আমাকে মাঝে মধ্যে বিব্রত হতে হয় না তা নয়। কখনও কখনও আমার ড্রাইভারের জামা কাপড়ও আমার থেকে ভাল হয় এটা আমি অস্বীকার করি না। কিন্তু আজকে তো আমার ড্রেস আপ খুব একটা খারাপ না। তাহলে? লিফটে আমি ছাড়া আর দুজন আরোহী ছিল।

একটা মেয়ে। আর একটা ছেলে। বলতে দ্বিধা নেই, আমার মনে হচ্ছিল মেয়েটার কি যেন নেই নেই! পরে খেয়াল করে দেখলাম, নাহ তার গলায় ওড়না আছে! নিজের চোখের আচরণে নিজেকে একটু একটু দুষ্ট মনে হচ্ছিল। পরে বিখ্যাত বিজ্ঞানী আল হাজেনের একটা কথা মনে পড়ল, “বস্তু থেকে আলো আমাদের চোখে আসলে আমরা ওই বস্তুটা দেখতে পাই। “ তাহলে আমার আর দোষ কি? ছেলেটার চুল স্পাইক করা।

ব্লেজারে সাথে অসম্ভব টাইট একটা নরমাল প্যান্ট পরা। নাহ তাকে আনস্মার্ট বলা যাবে না। মেয়েটা বলল, you are looking so cool dear! -O really! Thanks. তোমার ড্রেসটাও সেই রকম! জোশ লাগছে তোমাকে! ছেলেটার কথা শুনে মেয়েটা যেন গর্বে ফুলে ফুলে উঠতে লাগল। এমনিতেই তার ড্রেসটা যথেষ্ট টাইট ফিট! বেশি ফুললে কপালে তো বিপদই আছে!!! মেয়েটা বলল, আমাদের নতুন বসটা কেমন যেন! কর্পোরেট হাউজে boss should be more smart and frank! -hmm! You are so right. He is damn…bull shit! F…k! -এই স্টুপিড টাইপের লোক কেন যে এখানে এসেছে! সে তো কর্পোরেট কালচারই বোঝে না! এত নরমাল ড্রেস আপ! So third class! -hmm! Exactly! Look at me. Real corporate man! My attitude! My behave! I think all these reflect my corporate society! -yah darling! -Even when I walk, you can see corporate movement! এ কথা বলেই ছেলেটা লিফটের মাঝে একটু হাঁটার ভঙ্গি করতেই প-রা-ত করে একটা আওয়াজ হল। সাথে সাথে তার মুখটা যেন বাংলা পাঁচ হয়ে গেল।

লিফট থেকে নামার সময় তাকে দেখলাম ব্লেজারটা দিয়ে সে তার পশ্চাৎদিক ঢাকার প্রাণপণ চেষ্টা করছে! What a corporate sound!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।