আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীতে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ

নোয়াখালীর সেনবাগের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে আজ রোববার ভোরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন গ্রামবাসী আহত হয়েছে।
ডাকাত সন্দেহে অবরুদ্ধ করে রাখা কয়েক যুবককে উদ্ধার করতে গেলে এই সংঘর্ষ হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিন মেম্বারের বাড়ির দুই বাসিন্দা জ্যোত্স্না আক্তারের সঙ্গে নুরুল ইসলামের স্ত্রী নয়ন বেগমের ঝগড়া হয়। এর জের ধরে ফেনীর দাগনভূঞা এলাকা থেকে একদল যুবককে খবর দিয়ে আনান নুরুল ইসলাম।

ওই যুবকেরা গতকাল দিবাগত রাত দুইটার দিকে জ্যোত্স্না আক্তারের ঘরের দরজা ভাঙার চেষ্টা করেন। এ সময় ঘরের ভেতর থাকা লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিত্কার করলে আশপাশের লোকজন জড়ো হয়। একপর্যায়ে গ্রামের মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয় রুহুল মেম্বারের বাড়িতে ডাকাত পড়েছে। এরপরই গ্রামবাসী বাড়িটি ঘিরে ফেলে। ভয় পেয়ে ওই যুবকেরা নুরুল ইসলামের ঘরে আশ্রয় নিলে ওই ঘরে হামলা চালায় গ্রামবাসী।



সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে গ্রামবাসী তাদের অবরুদ্ধ করে ফেলে। ভোর চারটার দিকে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল সেখানে যায়। তারাও অবরোধের মুখে পড়ে। ভোর পাঁচটার দিকে বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল কাজী এহসানুল কবির দাঙ্গা পুলিশের একটি দল নিয়ে সেখানে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁরা কয়েক দফা কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়েন। এ সময় গ্রামবাসীর সঙ্গে তাঁদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

পরে গ্রামবাসী সেখান থেকে সরে গেলে ওই যুবকদের উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ সদস্যরা। এ ঘটনায় কমপক্ষে ১৫ জন গ্রামবাসী আহত হয়।
প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এএসপি কাজী এহসানুল কবির। তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.