আমাদের কথা খুঁজে নিন

   

কুমিরের কারনে রাস্তায় জানযট

প্রায় তিন বছর আগে খাল কাটছিলাম, সেই খাল দিয়া মল, মুত্রই আসতে ছিল। কিন্তু তাতে তো আর আমগো পেট ভরে না ব্যাঙ, সাপ এগুলোরে ও আনতে থাকলাম। গত কাল রাতে আনলাম কুমির। কাল রাতেই ১১.২০ এই যা জাম দেখলাম তাতে আজ কি হইতে পারে অনুমান করছিলাম। কুমিরের চলা ফেরায় এত অসুবিধা হবে এটা তো আমরা ছাগলদের আগেই জানা উচিত ছিল। যাউকগা আমরা কখনো রাম ছাগল হইতে পারুমনা। তয় আমার কথা হইল গিয়া এই ঢাকা শুদ্ধা সব ছাগলেরে না ভোগাইয়া আজকা সরকারী ছুটি দিয়া কইত আমরা রাসতায় কাঠালপাতা/জুতা/ঝাড়ু যার যা আছিল লইয়া রাস্তার দুই ধারে খাড়াইয়া থাকতাম। সামনে আবার ঘড়িয়াল আইব তখন আসা করা যায় এই সুযোগ পাওয়া যাইব, কি বলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.