আমাদের কথা খুঁজে নিন

   

"বাপ্পাদিত্য লাকী নাজমুল তোমরা সবাই ফিরে এসো আপোষকামীতার ফাঁদ ভেঙ্গে"আমার দেয়া পোষ্টের রেট্রোস্পেক্টিভ!

আমার গতকাল দেয়া পোষ্ট "বাপ্পাদিত্য লাকী নাজমুল তোমরা সবাই ফিরে এসো আপোষকামীতার ফাদ ভেঙ্গে" শীর্ষক লেখাতে পাচটি কমেন্ট পড়েছে, শুধু প্রথম জন ছাড়া আর অন্যেরা হয় অশ্লীল নয় মিথ্যাকে পুজি করে কমেন্ট করেছেন, যা পড়তে গিয়ে আমার নিজেরই লজ্বা করছে যে কেনো আমি পোষ্ট টি দিয়েছিলাম! আমার একজন অতি স্নেহের মানুষ এই বাংলা ভাষার এই সর্ব বৃহত ব্লগটির জন্যে নিত্যি প্রানপাত করে চলেছেন, আলো জ্বালছেন আর গান দিয়ে ভরে দিচ্ছেন লক্ষ লক্ষ বাংলাদেশী তরুন তরুনীর কন্ঠে, প্রানে ও মনেঃ ও আলোর পথ যাত্রী, এ যে গো রাত্রি, এখানে থেমোনা কিম্বা উই শ্যাল ওভারকাম কিম্বা পল রবসনের দি গ্রেট রিভার মিসিসিপি বা ভূপেন হাজারিকার উই আর ইন দি সেম বোট ব্রাদার-মোরা যাত্রী একই তরনীর, যদি সঙ্ঘাত হয় তবে ধংস হবে, যাত্রা মোদের প্রগতির!নির্লজ্ব পূরোন শত্রুরা সেই সঙ্ঘাতই চাইছে, কিন্তু তারা এটাও বুঝে গেছে যে তাদের দিন শেষ, অবস্থান তাদের যেখানেই হোক না কেনো কারন এ তরনীর হাল এখন আমাদের সন্তান্দের হাতে, আমাদের পরম প্রিয় আত্মজদের পরিমিতিতে! কিন্তু আমার মনে হয় এই গণ প্রত্যাশার ব্লগটি থেকে বর্নচোরা গণ শত্রুদের ঘাড় ধরে বের করে দেয়া হোক! আমি সামান্য মানুষ, আমার কোন প্রতিভাও নেই সেই বিখ্যাত বিপ্লবী লেখকদের মতো, তবুও কমেন্ট গুলো পড়ে ঘৃনায় আমি লিখছি, আর ও বলছি আমি আবার ও লিখবো! শাহবাগ শুধু ইমারনই নাকি? নাকি তা ছাত্র লীগ? যদি দেখি আজ তাদের যাত্রা মহাকাল পথে ঠিক? কিছু এসে যায়? কার কিসে ক্ষতি? যদি কেউ হয় কারো? ওরা যে লড়ছে জাতির যুদ্ধ, কেনো পিছু টেনে ধর? দেখনি সেখানে ছাত্র মৈত্রী, ইউনিয়নের পণ? সেখানে সর্ব বৃহত অংশ তুমি আমি সাধারন! মিলে মিশে জাগে তিমির রাত্রি, সুধা সদন কি হাওয়া- যে যেখানে থাক, গুরত্ববহ মূক্তির গান গাওয়া! "পরিবর্তন পরিবর্তন" ছিনিয়ে আনবে ওরাই- পূরোন প্রচার দমাতে পাবে না, পরোয়া করি থোড়াই! তোমাদের চেনে বাংলার মাটি,গণশত্রুরা হুঁশিয়ার- ফসলের মাঠ বর্গী লূঠবে? এবার লড়াই শেষবার! ধর্মের নামে ব্যাবসা ফাঁদবে, সেই দিন আজ শেষ- দেখনি কেমন নির্ভয়ে জেগে উঠছে বাংলাদেশ? ইমরান নয়, পিয়ালও সে নয়, নয় লাকি আখতার- আজকে এসেছে মাহেন্দ্রক্ষন, মিলে মিশে জাগবার!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।