আমাদের কথা খুঁজে নিন

   

ডাইভিংয়ে মিনজিয়ার ষষ্ঠ শিরোপা

গত তিনটি অলিম্পিকেই ৩ মিটার স্প্রিংবোর্ড সিনক্রোনাইজড ডাইভিংয়ে সোনা জিতেছিলেন মিনজিয়া। লণ্ডন ২০১২ অলিম্পিকে জিতেছেন ৩ মিটার একক স্প্রিংবোর্ড ডাইভিংয়ের সোনাও।
শনিবার স্পেনের বার্সেলোনায় ১৫তম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৩৩৮.৪০ পয়েন্ট নিয়ে ডাইভিংয়ে চীনকে প্রথম সোনার পদকটি এনে দেন মিনজিয়া ও তিংমাও জুটি। তাদের চেয়ে ৩০ পয়েন্টে কম পেয়ে দ্বিতীয় হয়েছে ইউরোপীয় চ্যাম্পিয়ন ইতালির তানিয়া কাগনোত্তো আর ফ্রান্সেসকা দাল্লাপে জুটি। ব্রোঞ্জ পেয়েছে কানাডার জেনিফার আবেল ও পামেলা ওয়ের।


বিশ্ব চ্যাম্পিয়নশিপে ডাইভিংয়ে এ নিয়ে মোট ১৩টি পদক পেলেন মিনজিয়া।
সিনক্রোনাইজড সুইমিংয়ের একক ইভেন্টে রাশিয়াকে প্রথম সোনা এনে দিয়েছেন সভেতলানা রোমাশিনা। ৯৬.৮৬ পয়েন্ট নিয়ে তিনি পেছনে ফেলেন চীনের হুয়াং জুচেনকে (৯৫.৫০)। স্বাগতিক স্পেনের ওনা কারবোনেল পেয়েছেন ব্রোঞ্জ।
অলিম্পিকের ১০ কিলোমিটার সাঁতারে চ্যাম্পিয়ন তিউনিসিয়ার ওসামা মেলৌলি ৫ কিলোমিটার ইভেন্টে তার প্রথম সোনা জিতেছেন।

শেষ ১০০ মিটারে দ্রুতগতিতে সাঁতরে সবাইকে ছাড়িয়ে যান তিনি।
মেলৌলি হচ্ছেন একমাত্র অ্যাথলেট যিনি অলিম্পিকে সুইমিংপুল ও উন্মুক্ত জলাধার দুটোতেই পদক জিতেছেন। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে ১০ কিলোমিটার ম্যারাথন সাতারে সোনা জেতা ছাড়াও সুইমিংপুলে এক হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জিতেছিলেন। এর আগে ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে এক হাজার ৫০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছিলেন তিনি।
শনিবার থেকে শুরু হয়েছে জলক্রীড়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা ‘ফিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপ’।

এটি প্রতিযোগিতার ১৫তম আসর।
১৫ দিনের প্রতিযোগিতায় মোট ১৮১ টি দেশের সর্বমোট ২ হাজার ২৯৩ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.