আমাদের কথা খুঁজে নিন

   

কি হবে আমাদের এই ঢাকার আজ থেকে পাচ বছর পর .......

কি হবে আমাদের এই ঢাকার আজ থেকে পাচ বছর পর ....... গতকাল একটা খবর শুনছিলাম যে, রাজউক,ঢাকা শহর কে কোনো ভাবেই নিয়ন্ত্রুন করতে পারছে না | যার ফলে যানজট,জলাবধতা কিছুই কমানো যাচ্ছে না | আমি বেশ ক দিন ধরে ভাবছি কি হবে আমাদের ? কিছুই কি করার নেই ? এইভাবে আর কতদিন ? এমনেতেই প্রচুর জনসংখা ,এর চাপে আমাদের যান যায় যায় | আমি প্রতিদিন একটা আমার অফিস এর বাস এর জন্য wait করি তখন দেখি মানুষজন কি কষ্ট করে বাস ধরছে, খুব খারাপ লাগে,,,,মনে মনে ভাবি , কথায় আছি আমরা....চারদিকে এত অস্থিরতা কেন ? এত মানুষ এই ঢাকা শহর এ .....কি হবে এর ? আজ থেকে পাচ বছর পর কি হবে ? ঢাকার চারপাশ ভরাট করে জমি করা হচ্ছে....নেই কোনো জলাশয়..সামান্য বৃষ্টি হলেই চারদিক একাকার..কিন্তুউ আমরা একবার কি ভাবছি আমরা আমাদের মরণ ফাদ আমরাই তৈরী করছি ? মনে হয় না ? তা না হলে এখনি রুখে দাড়াতাম .....দাড়াচ্ছি কি ? ফাহিম রেজা www.bdcarsa2z.com


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।