আমাদের কথা খুঁজে নিন

   

Enrich Your Vocabulary

BCS এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় Word ভিত্তিক বিভিন্নভাবে পাঁচ থেকে দশটি প্রশ্ন আসে। প্রশ্নে Word না বুঝলে যে নিজের কাছে কত যে অসহায় মনে হয়! আপনারা হয়তো জানেন, শিক্ষকরা বেশী বেশী Word শেখার তাগিদ সবসময়ই দেন। কিন্তু কীভাবে এতো সংখ্যক Word আত্নস্থ করবেন? মুখস্থ করে? টেবিলে বসে Word Meaning শেখার চেষ্টা করে ফাও সময় করবেন কেন? I think your daily activities will teach you this WORD or that WORD. do you want to know HOW? We'll guide you through this. just keep FOLLOWING this section titled 'Enrich Your Vocabulary' আমি মনে করি টেবিলে বসে Word নিয়ে যুদ্ধ করা স্রেফ বোকামি। কী করবেন? Action> A একটি A4 Size কাগজকে চারটি ভাগে কাটুন। তারপর প্রতিদিন যতো অজানা শব্দ আপনার নজরে আসবে, সেগুলো ঐ কাগজের টুকরায় MEANING, SYNONYM, ANTONYM এবং (যদি প্রয়োজন মনে করেন) PRONUNCIATION সহ লিখে ফেলুন।

সেজন্য অন্তত একটি ভালো Dictionary প্রয়োজন। এভাবে প্রতিটি টুকরায় অন্তত দশটি করে Word লিখবেন। Choosing a Dictionary এক্ষেত্রে আমি বাংলা একাডেমীর English-Bengali Dictionary টি Recommend করবো। তাছাড়া A.T. Dev এর Student's Favourite Dictionary হলেও চলবে, এর একটি আলাদা বৈশিষ্ট্য আছে। তবে কেউ যদি Oxford Advanced Learner's Dictionary কিংবা Cambridge Learner's Dictionary অনুসরণ করেন তাহলে তো কোন কথাই নেই।

In fact, choosing a dictionary depends on your ability to use it EFFECTIVELY. Action> B আপনি টেলিভিশনের সামনে থাকুন কিংবা ক্রিকেট খেলার মাঠে থাকুন কিংবা যেখানেই থাকুন, আপনি Action A অনুযায়ী লেখা Word এর একটি করে টুকরা সাথে রাখবেন। মনে করুন যখন গাড়ীতে থাকবেন, তখন আশপাশের দৃশ্য উপভোগও করবেন আবার হাতে রাখা কাগজের টুকরায় এক পলক তাকিয়ে একটি Word এর MEANING, SYNONYM, ANTONYM দেখে নিলেন এবং মনে মনে পড়তে লাগলেন। In this case, your TARGET will be 'I HAVE TO FINISH THIS LIST WITHIN TODAY'. এরপর আপনার দক্ষতা ও সুবিধা অনুসারে পরবর্তী কাগজের টুকরাগুলোতে Word সংখ্যা বাড়িয়ে দিন। ব্যাস, রথ দেখা আর কলা বেচা একসাথেই হয়ে যাবে। মুক্তি পাবেন টেবিলে বসে Vocabulary সমৃদ্ধ করার ব্যর্থ প্রচেষ্টা থেকে।

সপ্তাহ শেষে, মাস শেষেই দেখবেন আপনার Word Stock কীভাবে পূর্ণতা পাচ্ছে! চলবে..................>>> ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.