আমাদের কথা খুঁজে নিন

   

এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন , পড়ুন ! (without rooting) । টেকি পোস্ট

আপনার এন্ড্রয়েড ফোনে বাংলা লিখতে কিংবা পড়তে চান ?? তাহলে এই পোস্ট আপনার জন্যই !!!! এন্ড্রয়েডে বাংলা পড়ুনঃ নরমাল ব্যান্ডউইথ খরচ করে বাংলা পড়তে চাইলে আপনাকে “এন্ড্রয়েড মার্কেট” থেকে Dolphin Browser নামক ব্রাউজারটি ডাউনলোড করতে হবে । আপনি যদি শুধুমাত্র ছোট ছোট সাইট তথা মোবাইল সাইট ভিজিট করেন, তবে আপনার জন্য Dolphin Browser MINI -ই বেস্ট হবে। আর যদি বড় সাইট গুলি সচরাচর ভিজিট করেন, তাহলে আপনার জন্য রয়েছে Dolphin Browser HD নামক শক্তিশালী ব্রাউজার । এখানে উল্লেখ্য, Dolphin Browser হচ্ছে এন্ড্রয়েড জগতের ব্রাউজার র‌্যাঙ্কিং-এ নাম্বার ওয়ান ব্রাউজার। [কেউ কেউ মজিলা ফায়ারফক্সকে নাম্বার ওয়ান বলেন.. কিন্তু মজিলা সব এন্ড্রয়েড ভার্সনের জন্য এভাইলেবল নয়, শুধমাত্র এন্ড্রয়েড ২.৩ ভার্সন ইউজাররাই ব্যবহার করতে পারেন।

] ডলফিন ব্রাউজার মিনি এবং এইচডি-র মধ্যে খুব একটা তফাত নাই । দুইটা ব্রাউজারই ফ্লাশ প্লে করতে পারে। কিন্তু ডলফিন ব্রাউজার মিনি ফাস্ট এবং সাইজে ছোট বলে আমি আপনাকে এই ব্রাউজারটি ই সাজেস্ট করবো । তো কাজের কথায় আসি, “এন্ড্রয়েড মার্কেট” থেকে ডলফিন ব্রাউজার মিনি ডাউনলোড করেছেন ?? ডাউনলোড করে থাকলে আপনার কাজ হাসিল !!!! আপনার মোবাইলটি এখন ফুল বাংলা সাপোর্টেড !!!! কারণ, ডলফিন ব্রাউজারের আছে বিল্টইন ইউনিকোড ফন্ট সাপোর্ট। এর মাধ্যমে আপনি এখন সাধারণ ইংরেজী ফন্ট দেখতে যে ব্যান্ডউইথ খরচ হয়, সেই ব্যান্ডউইথ-এ বাংলা ফন্ট দেখতে পারবেন ।

নোট : শুধুমাত্র এন্ড্রয়েড ২.১ এবং ২.২ তে পরিক্ষিত । -------------------- অপেরা ব্রাউজারে বাংলা দেখাঃ অপেরা ব্রাউজারে বাংলা ফন্ট দেখতে চাইলে URL বার-এ config: লিখে ইন্টার চাপুন। যে পেজটি আসবে, ওই পেজ এর একেবারে শেষে Use Bitmap Fonts for complex scripts নামের ট্যাব এর "No" কে "Yes" এ বদলে দিন। তারপর "Save" চাপুন। এখন আপনি আপনার অপেরা দিয়ে বাংলা ফন্ট দেখতে পাবেন ।

############################################ এন্ড্রয়েডে বাংলা লিখুনঃ এন্ড্রয়েডে বাংলা লিখতে চাইলে আপনাকে “এন্ড্রয়েড মার্কেট” থেকে "Mayabi Keyboard" নামক এ্যপলিকেশনটি ডাউনলোড করতে হবে । ডাউনলোড + ইন্সটল করার পর আপনার ফোনের “সেটিংস” > “ল্যাংগুয়েজ এন্ড কিবোর্ড” এ যান। সেখানে "Mayabi Keyboard" নামের নতুন অপশনটিতে টিক চিহ্ন দিয়ে বেরিয়ে আসুন । ব্যাস ! আপনার ফোনটি এখন বাংলা লিখার জন্য পুরোপুরি রেডি !!!!!!!!!!!!!!! যখনই বাংলা লিখার দরকার হবে, [যেমনঃ সামুতে কমেন্ট করার জন্য, এফবি তে ভাবের সহিত স্ট্যাটাস মারার জন্য ] তখন কমেন্ট/স্ট্যাটাস বক্সের ভেতরে হোল্ড করে "Input Method" থেকে "Mayabi Keyboard" সিলেক্ট করে নিন, আর ধুমায়া বাংলা লিখুন । বাংলার জয় হোক !! এন্ড্রয়েড-এর জয় হোক !! এন্ড্রয়েড Rockzzzzzzz ! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.