আমাদের কথা খুঁজে নিন

   

এন্ড্রয়েড মোবাইল নাই … তাই এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান চালাতে পারেন না ? এখন আপনার PC তে চালান এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান। সাথে পাচ্ছেন আমার নিজের তৈরি একটি এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান ।

সবাই ভাল আছেন আশা করি । টেকটিউনস আছি অনেক দিন ধরে। কিন্ত কখনো টিউন করা হয়ে উঠেনি । আজকে হটাথ করে করছি। তা ও আমার বন্ধু স্বাধীন এর দেয়া সাহসে এবং পরামর্শে ।


আমি কম্পিউটার নিয়ে ঘাটা ঘাটি এবং নিত্য নতুন প্রযুক্তি এবং সফটওয়্যার নিয়ে কাজ করতে ভালবাসি । এক সময় মনে হত কিভাবে মানুষ সফটওয়্যার  তৈরি করে ? তবে আজকে হয়তো আমি আমার প্রশ্নের জবাব পেয়েছি এবং আমার প্রথম এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান তৈরি করে ফেললাম । আমার অ্যাপ্লিকেশান টির নাম “বিদ্রোহী কবি নজরুল” ।

এখন হয়ত অনেকেই বলতে পারেন আমার তো আর  এন্ড্রয়েড ফোন নাই ত আমি কিভাবে অ্যাপ্লিকেশান টি চালাবো । নো  চিন্তা ...... আমি আছি তো।

আমার নিজের ই তো কোন এন্ড্রয়েড মোবাইল নাই ।
আমার মত যাদের এন্ড্রয়েড মোবাইল নাই তারা চাইলে খুব সহজে তাদের কম্পিউটার এ এন্ড্রয়েড অ্যাপ্লিকেশান চালাতে পারেন । বা, যাদের মোবাইল ics সাপোর্ট করে না তারা ও এটা ব্যাবহার করে দেখতে পারেন । প্রথমে নিচের লিঙ্ক থেকে blue stack সফটওয়্যার  টি ডাউনলোড করে নিন ।
http://www.bluestacks.com/app-player.html
এটা মূল ওয়েবসাইট।

এখান থেকে আপনার কম্পিউটার এর ওস অনুযায়ী সফটওয়্যার টি নামিয়ে নিতে পারেন। তবে এখান থেকে আগে মূলত ইন্সটলার ফাইল নামবে। পরে ওটাতে ক্লিক করলে অনলাইন থেকে ইন্সটল হবে। আমি আপনাদের সুবিধার জন্য অফলাইন ইন্সটলার দিয়ে দিলাম।
http://cdn.bluestacks.com/downloads/0.8.0.2997/BlueStacks_HD_AppPlayerICS_setup_0.8.0.2997_REL.msi
এখন এটাকে ইন্সটল করুন ।

ইন্সটল করা খুব সোজা। অন্যান্য সফটওয়্যার এর মত ই । তাই স্ক্রীন শট দিলাম না। ইন্সটল হয়ে গেলে এটাকে ওপেন করুন। একটু সময় লাগতে পারে।

ওপেন হউয়ার পর নিচের মত একটি উইন্ডো আসবে।

হোম স্ক্রীন

সেটিং স্ক্রীন
এখন এটাকে মোবাইল এর মত ব্যবহার করতে পারবেন। আপনার পিসি তে থাকা কোন অ্যাপ্লিকেশান(apk file) এর উপর ডাবল করলে ওটা ইন্সটল হয়ে যাবে । চাইলে প্লে স্টোর থেকে যেকোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন । এর জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট লাগবে।

অ্যাপ্লিকেশান ওপেন করার পর উপরে বাম দিকে একটি সার্চ অপশন পাবেন। ওটার মাধ্যমে আপনি প্লে স্টোর থেকে কোন অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন। সার্চ অপশন এ ক্লিক করে Rebel Poet Nazrul লিখে সার্চ দিন । এটাই আমার নিজের তৈরি প্রথম অ্যাপ্লিকেশান । অ্যাপ্লিকেশান টি ব্যবহার করে জানাবেন কেমন হয়েছে।

প্লে স্টোর এ রিভিউ দেয়ার ও রেটিং করার অপশন আছে। আপনি ওইখানে আপটি সম্পর্কে মনতব্য করতে পারেন। অ্যাপ টির লিঙ্ক -
https://play.google.com/store/apps/details?id=com.xplosive.rebelpoetnazrul&hl=en

আমার অ্যাপ্লিকেশান এর মেনু স্ক্রীন
বিঃদ্রঃ আমার নিজের কোন এন্ড্রয়েড মোবাইল নাই। আমি আমার অ্যাপ্লিকেশান টেস্ট করার জন্য এটাই ব্যবহার করি। আমার কাছে সফটওয়্যার টা বেশ ভাল মনে হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

আপনাদের যদি এটা ভাল লেগে থাকে সবার সাথে শেয়ার করবেন। আর কোন সমস্যা হলে নিচে কমেন্ট করে জানাবেন।
আর একটা বিষয়। এটা আমার লাইফ এর প্রথম টিউন। কেমন হল জানাবেন এবং ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।


সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.