আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক ও নতুন ইউজার

ফেসবুকে মোটামুটি আমাদের সবারই অ্যাকাউন্ট আছে। সোস্যাল নেটওয়ার্ক এ সবাই যুক্ত আছি কোন না কোনভাবে। যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই তারা যে নিজেকে কতটা দুঃখী মানুষ ভাবে তা বলে বোঝানো মুশকিল। আমার এক বন্ধু নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে। তার কাজ বলতে এখন একটাই ফেসবুকে বসা।

কেউ চ্যাট এ থাক বা না থাক তাকে অনলাইনে থাকতেই হবে। আমি যত ব্যস্ত থাকি বা কাজ করি না কেন বলে দোস্ত একটু ফেসবুকে বসব, কাজ আছে। বলি কাজ আছে তুই একটু পরে কাজ কর। বলে না, আমি একটু(!!!!) বসব। যদি জিজ্ঞাসা করি কেউ চ্যাট এ আসবে?? কোন উত্তর নাই।

লগিন করার পড় দেখলাম ঘোড়ার ডিম কেউই নাই। এই হল অবস্থা, বুঝুন। আর কোন মেয়ের আইডি দেখলে তাকে রিকুয়েস্ট পাঠানো, এস এম এস পাঠানো থেকে বিরত রাখা সম্ভব নয়। সেটা ফেইক হোক আর রিয়াল হোক তাকে তার ফ্রেন্ড হতেই হবে। তার কাছে ব্যাপারটা অনেকটা এরকম তোমরা লীলা খেলা আমি করলে পাপ।

তাকে বোঝাই দোস্ত যাদের কে আমি চিনি আমি তাদেরকে রিকুয়েস্ট পাঠাই। অপরিচিতকে যে পাঠাই না তা না কিন্তু ফেইক কিনা সেটা দেখে পাঠাই। তার ভাষ্য আমি যা ইচ্ছা করব তোর কি সমস্যা? তোর পিসি বলে ভাব নিস? আর নতুন ইউজারদের পাশে বসে তার কাজ করা দেখাটা যে কতটা কষ্টকর তা যারা দেখেছে তারাই বলতে পারবে। একবার প্রোফাইল দেখে তো আর একবার হোম পেজ দেখে। আবার দেখে প্রোফাইল।

আবার হোমে গিয়ে পুরাতন পোস্ট গুলো এমন ভাবে দেখে যেন কোন ইনফর্মেশন বাদ না যায়। ভাব দেখে মনে হয় কাল তার হোম পেজ এর উপর এক্সাম আছে। হোম পেজ শেষ হলে ফ্রেন্ডলিস্ট দেখা শুরু হয়। তারপর ফ্রেন্ডের ফ্রেন্ড লিস্ট দেখা শুরু করে। এর মধ্যে কোন সেক্সি মেয়ের প্রোফাইল বা ছবি পাইলেই হইসে, ওইটা নিয়া আজাইরা কত প্যাঁচাল, বারবার সেই পেজ দেখা।

এক কথায় পেইনফুল। এই কাজ পাশে বসে দেখা কতটা কষ্টকর একবার ভাবুন? এদের দেখাদেখি আরও বন্ধুগণ ফেসবুকের প্রেমে পড়ে। তাদের আবদার আমারও একটা আইডি থাকা চাই। যে কোন মুল্যে। আপনি খাইতে চাইলেও খাওয়াবে।

শুধু একটা আইডি চাই। এরপর হয়ত ভুল করেও কোনদিন ফেসবুকে লগিন করবে না। তারপর হুট করে উড়ে এসে জুড়ে বসে বলবে দোস্ত আমার একটা অ্যাকাউন্ট ছিল কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছি। তারপর আবার ঘ্যান ঘ্যান। আবার অনেকের কাছে এটা প্রেম করার উত্তম জায়গা।

আমরা ফেসবুক ইউজ করি ঠিক আছে কিন্তু এভাবে আমার বন্ধুর মত করে করা মনে হয় ঠিক না। এটা সামাজিক সাইট। তাই একজন অপরিচিতকে অ্যাড করতেই পারেন কিন্তু সেটা যদি গণ হারে হয় সেটা মনে হয় ঠিক না। অনেকে বলতেই পারেন আমাকে কেউ পছন্দ না করলে সে আমাকে রিমুভ করে দিতে পারে। কিন্তু ভাইয়া আপনাকে অ্যাড করে সে তো কোন পাপ করে নাই তাহলে আপনি কেন তাকে শুধু শুধু পেইন দিবেন? কথাগুলো মনে হয় ভেবে দেখা উচিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.