আমাদের কথা খুঁজে নিন

   

এই ঈদে সানি লিওনের জামা !!!

সূর্যটাকে রাখিস খেয়াল ভারতীয় মিডিয়ায় সানি লিওন মাতামাতির এক পর্যায়ে তসলিমা নাসরীনের একটা কথা খুব মনে ধরেছিল- "ভারতীয়রা সানি লিওনকে নিয়ে যেভাবে মাতামাতি করছে, তাতে একপ্রকারে তারা তাদের মেয়ে সন্তানদের ডাক্তার-ইন্জিনিয়ার হওয়ার চেয়ে একজন পর্নস্টার হতেই বেশি উত্‍সাহিত করছে।" আমাদের দেশীয় সংস্কৃতিতে ভারতীয় আগ্রাসন শুরু হয়েছে অনেক আগে থেকেই। আর এই সাংস্কৃতিক দ্বন্দ্বে আমাদের সংস্কৃতির সাথে আজ অবধি রাজাকারি করে আসছে এদেশীয় প্রথমসারীর কিছু পত্রিকা-চ্যানেল। বিদেশীয় সংস্কৃতির পা চাটতে চাটতে কখন যে এরা দুই পায়ের মাঝ বরাবর চাটা শুরু করেছে তা এরা নিজেরাও বুঝতে পারেনি। যাই হোক, এই সিজনে দেশে "সানি লিওন পোশাক" আমদানি হয়েছে; সামনের সিজনে স্বয়ং "সানি লিওন" আমদানি হবে। এখন তো চাটাচাটি চলতেই থাকবে। চেষ্টা করলেও বন্ধ করা যাবেনা। তার চেয়ে আমি বরং চুপচাপই বসে থাকি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।