আমাদের কথা খুঁজে নিন

   

ইন্দোনেশিয়াকে আক্রমণ করেছে সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন - লেখক- ওযায়ের ইবনে ওমর, সিনিয়র করেসপন্ডেন্স, এন.টি.ভি

The revolution is not an applethat falls when it is ripe. You have to make it fall. প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়ায় ইন্দোনেশিয়াকে আক্রমণ করে বসেছে সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন। এমনই খবর বেরিয়েছে ইন্দোনেশিয়ার প্রভাবশালী পত্রিকা দি জাকার্তা গ্লোব এ। সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন এর মালিক বার্নার্ড ওয়েবার আগামী ১১ নভেম্বর ২০১১ তারিখে অনুষ্ঠিতব্য প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের ফলাফল ঘোষণার অনুষ্ঠানের আয়োজক হতে ইন্দোনেশিয়ার সরকারকে চিঠি দিয়ে অনুরোধ জানায়। কিন্তু জাকার্তা স্পষ্ট জানিয়ে দেয়, এই ফালতু কাজে টাকা খরচ করার কোন কারণ দেখছেন না তারা। আর তাদের বাজেটের টাকা খরচ করার আরো অনেক প্রয়োজনীয় খাত রয়েছে। সেদেশের পর্যটন মন্ত্রণালেয়র এক উর্ধতন কর্মকর্তা ডি পিতানা এ ব্যাপারে আরো বলেছেন; 'সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন ফিফা বা অলিম্পিক এসোসিয়েশনের মতো আন্তর্জাতিকভাবে কোন স্বীকৃত সংগঠন নয়'। তাই তাদের নির্বাচন আন্তর্জাতিক পরিমন্ডলে কোন প্রভাব ফেলবে না। আর যুক্তিসঙ্গত এসব কারণে সেভেন ওয়ান্ডার্স এর এই আবদার প্রত্যাখ্যান করায় ইন্দোনেশিয়ার কমোদো ন্যাশনাল পার্ককে সংগঠনটি প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনের প্রতিযোগিতার তালিকা থেকে বাদ দিয়ে দেয়। the report entitles: Indonesia Under 'Attack' by New7Wonders Foundation: Tourism Ministry. for details please visit: Click This Link এইমাত্র জাকার্তা পোস্ট Click This Link মারফত জানতে পারলাম; এই ইভেন্টের জন্য খরচের পরিমান হতো ৪৫ মিলিয়ন ডলার!!! ইন্দোনেশিয়া ফিরিয়ে দেয়ার পর এখন হন্যে হয়ে ওরা আয়োজক দেশ খুজছে। মনে হচ্ছে ওদের নেকসট টার্গেট বাংলাদেশ!!! পূর্ববর্তী পোষ্ট : প্রাকৃতিক সপ্তাশ্চর্য প্রতিযোগিতা: পড়েছি ধরা ধান্দাবাজীর জালে পড়তে : Click Here


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।