আমাদের কথা খুঁজে নিন

   

বিচিত্র এ দেশ, সেলুকাস............

মহলদার শখের বশে টুক টাক ছবি তুলি। কিছু কিছু ফ্লিকারে, উইকিতেও আপলোড করি। বিভিন্ন ওয়েব সাইট ও ব্লগেও শেয়ার করি আমার কিছু কিছু ছবি যেখানে ছবির স্বত্ব উল্লেখ ও থাকে বেশীরভাগ সময়। আজ বাজারে যাওয়ার পথে একটা দেওয়ালে কয়েকটা একই রকম পোষ্টার পাশাপাশি সাটা দেখে হঠাৎ মনে হল পোষ্টারের মাঝখানের বড় ছবিটা পরিচিত। বাইক ঘুরিয়ে কাছে এসে ভাল করে আবার দেখলাম।

মোটামুটি নিশ্চিত হলাম আমার তোলা ছবি। একটু কনফিউশন কাজ করছিল ছবির পেছনের দৃশ্য দেখে। এই ছবির পেছনে তো এই দৃশ্য ছিলনা, তাহেলে কি অন্য কারো তোলা ছবি এটা যা খানিকটা আমার ঐ ছবিটার মত! বাসায় এসে আমার মূল ছবি বের করলাম এবং নিশ্চিত হলাম আমারই তোলা ছবি। তারা ওটা এডিট করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছে। ভাবলাম এই ছবি তারা কোথায় পেল? অফিসে যোগাযোগ করে জানলাম অফিস থেকে নেয়নি।

পরে মনে পড়ল এই ছবি তো উইকিমিডিয়াতে আপলোড করেছিলাম। বের করলাম খুঁজে। মোটামুটি নিশ্চিত হতে পারলাম উইকিমিডিয়া থেকেই তারা ছবি নিয়েছে যেহেতু অন্য কোন মাধ্যমে ছবি বাইরে যাওয়ার সম্ভাবনা নেই। আমি বিভিন্ন দেশের গবেষক, প্রতিষ্ঠান ও লেখকের কাছ থেকে মাঝে মাঝে মেইল পাই যারা আমার ছবি ব্যবহারের অনুমতি চান তাদের অলাভজনক প্রকাশনা, ওয়েবসাইটের জন্য (সেটা লাভজনক কিনা আমি অত চিন্তা ও করি না, অনুমতি চাইলেই সাধারণত দিয়ে দিই যেহেতু আমি এখনো তেমন ছবি তুলতে পারি না)। তবে আজ আমি খানিকটা অবাক হলাম এটা দেখে যে, আমাদের দেশের একটা মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটা পোষ্টারে আমার একটা ছবি ছাপা হল যেখানে ছবির কৃতজ্ঞতা স্বীকার তো নেই ই, বরং এ ব্যাপারে আমার সাথে কোন যোগাযোগ ও করা হয়নি।

সত্যিই বিচিত্র এ দেশ, সেলুকাস............ উইকিমিডিয়াতে ছবিটি  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।