আমাদের কথা খুঁজে নিন

   

বিচিত্র বমি

এডিট করলাম

পনির,খামির,রেজালা,ডিম পোচের কুসুম সব মিলিয়ে একটা বিশ্রী ঢেকুর উৎপন্ন করল। তখনো বুঝিনি ঢেকুরের সাথে হয়ে যাবে বমি। তাহলে অন্তত ঢেকুর চেপে বাথরুমে যেতাম। অথচ এখন একরাশ বমিতে ভিজে গেছে বুয়েটে ভর্তি পরীক্ষার খাতা। বুয়েটে চান্স পাবো না যানতাম।

তাই খাতা নষ্ট হওয়ায় খুশি হলাম। একটা অজুহাত তৈরী করা যাবে ভেবে। পুই শাক,ললি আইসক্রিম,বাদাম,বুটের ডাল,তেলে ভাজা পরোটা,সুজি ও ডিমের হালুয়া সব মিলিয়ে একটা বিশ্রি ঢেকুর উৎপন্ন করল। তখনো বুঝিনি ঢেকুরের সাথে হয়ে যাবে বমি। তাহলে অন্তত ঢেকুর চেপে বাথরুমে যেতাম।

অথচ এখন একরাশ বমিতে ভিজে গেছে ভার্সিটি ভর্তি পরীক্ষার খাতা। খাতা নষ্ট হওয়ায় অবাক আমি!!মরে যেতে ইচ্ছা করছে। একই ঘটনা আবার ঘটল কিভাবে? বেগুন ভর্তা,ইলিশ মাছ আর আধা হজম হওয়া ভাত সবই বেরিয়ে পড়ল আইবিএ পরিক্ষার খাতার উপর। অলিভ ওয়েলে মাখানো কাচা আম বমি হয়ে পড়ল টেক্সটাইলে। এরপর রক্তবমি।

পুঁজবমি। হাড্ডিবমি। থকথকে বীর্যের বমি। গলন্ত অক্ষিগোলকের বমি। সব পড়ল।

না পড়েনি...এখনি পড়বে তোমার নাকের ফুটো,মুখগহ্বর ও গলবিলে। কেননা আমি ফেলব তোমার মুখে। তুমি,যে কিনা এতক্ষণ আমার দুঃখের কাহিনী পড়ে বিরক্ত হয়েছো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।