আমাদের কথা খুঁজে নিন

   

তিন পার্বত্য জেলায় চলছে সড়ক ও নৌপথ অবরোধ

রাঙামাটি ও খাগড়াছড়িতে ৪৮ ঘণ্টার এবং বান্দরবানে ২৪ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। আজ বুধবার সকাল ছয়টা থেকে কর্মসূচি শুরু হয়েছে। পার্বত্যচুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) তিন পার্বত্য জেলায় এ কর্মসূচি ডেকেছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে দেশের সংখ্যালঘু জাতিসত্তাগুলোকে স্বীকৃতি না দেওয়া ও বাঙালি জাতীয়তা পরিচয়ে পরিচিত করানোর প্রতিবাদে সংগঠনটি এ কর্মসূচির ডাক দেয়। আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি জানান, আজ বেলা ১১টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মগাছড়ি যৌথখামার এলাকায় একটি অটোরিকশাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়া হয়।

গুলিতে অটোরিকশার সামান্য ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। অবরোধের কারণে জেলা শহরে যান চলাচল বন্ধ রয়েছে। শহর ও আশপাশের এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। ইউপিডিএফের জেলা সংগঠক প্রদীপন খীসা অবরোধ কর্মসূচি সফল করতে পরিবহন শ্রমিক-মালিক পক্ষের সহযোগিতা কামনা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শহরে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধের সমর্থনে কোথাও কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। এর আগে সংগঠনটির পক্ষ থেকে একই দাবিতে তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকায় লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল এবং খাগড়াছড়ির সীমান্ত এলাকা দুদুকছড়ি থেকে বান্দরবান প্রেসক্লাব পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।