আমাদের কথা খুঁজে নিন

   

অনাতিশয্যতা -সুকান্ত পার্থিব

সব হারিয়ে জীবনে চাওয়া-পাওয়ার কিছুই নেই, নিঃশেষের পথ বেয়ে চলছে সবকিছুই, এবার শুধুই সার্বজনীনভাবে বিলিয়ে দেবার পালা। কোন মান-অভিমানে বশবর্তী না হয়ে উদারতার অমোঘ বাণী মনঃকুঠিরে ধারণ করে সবার জন্যে নিজেকে বিলিয়ে দিতে চাই উজার করে। হিংসা-বিদ্বেষ-লোভ–অহমিকা-ভোগবাদিতা জলাঞ্জলি দিয়ে প্রকৃত মনুষ্যত্বের পথ ধরে মানবতার চরম শিখরে পদার্পন করতে চাই বীরদর্পে। এই হোক একজন মানুষ হিশেবে মানুষ শব্দের যথার্থতা ও অর্থবহতা। বন্যার জলে ধুয়ে মুছে যাক চিরতরে, হৃদয়ের অপরাধবোধ সৃষ্টিকারী সব কুপ্রবৃত্তি, হিন্মন্য মানসিকতা। কালের দর্পনে চিরঞ্জীব থাকুক সত্য-শাশ্বত জীবন তরীর মূর্ত প্রতিচ্ছবি। এ সবকিছুই হোক গণমানুষ-তরুণ সমাজের; পৃথিবীর উদীয়মান রক্ত বর্ণ আলোকধারার মতো জ্বলন্ত সৎ সাহসিক প্রত্যয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.