আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট!

ভালো লাগে ভ্রমন করতে, ভালোবাসি বন্ধুদের সাথে আড্ডা দিতে, অবসর সময় ফেইসবুকে চ্যাটিং করি, সময় পেলে ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ে কাজ করি। ডিজিটাল বিশ্বে সব কিছু যখন অনেক সহজলভ্য হয়ে উঠছে। ১০ বছর আগে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া বন্ধুকে আমরা খুঁজে পাচ্ছি ফেসবুকের কল্যাণে। বিশ্বে আন্দোলন গড়ে উঠছে ফেসবুকে যোগাযোগের মাধ্যমে। এতো কিছুর পরও, সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই মাধ্যমটির বিড়ম্বনা কিন্তু কম নয়।

আমরা অনেক সময় ফেসবুকে নিজের ছবি না দিয়ে বিশ্বসুন্দরী নায়িকার ছবি দিতে পছন্দ করি। কিন্তু একবারও কি ভেবেছেন, এটা করে আমরা নিজের চেহারাকেই অপমান করছি না? মিথ্যার ওপর কোনো সম্পর্ক প্রতিষ্ঠিত হয় না। এটা তো এক ধরণের প্রতারণা তাই না? অনেক সময় দেখা যায়, অন্যকে হেয় করার জন্য তার নাম বা ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়। যার নামে অ্যাকাউন্টটি খোলা হলো সে হয়তো এটা জানেই না। অন্যের দুর্বলতা প্রকাশ করার মধ্যে কিন্তু কোনো কৃতিত্ব নেই।

এতে আমাদের মানসিক দৈন্যতার পরিচয় বেরিয়ে আসে। আমার অধিকার রয়েছে, কাউকে বন্ধু করার জন্য অনুরোধ পাঠানোর। তবে, আমাকে বন্ধু হিসেবে নেওয়া বা না নেওয়া সম্পূর্ণ তার বিষয়। আমাদের বিরুদ্ধে গেলেই, তার সিদ্ধান্তকে অসম্মান করা ঠিক নয়। বিশ্বের যে প্রান্তেই থাকি, শত ব্যস্ততার মধ্যেও ফেসবুকের মাধ্যমে আমরা সবার সঙ্গে খুব সহজে, নিয়মিত যোগাযোগ রক্ষা করতে পারছি।

এই সুবিধাটাই না হয় আমরা গ্রহণ করি। অপসংস্কৃতি থেকে দূরে থাকি। ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই সঠিক তথ্য দিই। নিজের পরিচয়ে পরিচিত হই। সবার সঙ্গে সুস্থ বন্ধুত্ব গড়ে তুলি।

মনে রাখলে ভালো, ফেসবুক সামাজিক যোগাযোগের জন্য। খুব ভালো ভাবে খোজঁ না নিয়ে এ সম্পর্ক ব্যাক্তিগত পর্যায়ে না নেওয়াই মঙ্গল। ভালো থাকুন । #নজরুল ইসলাম মামুন । # হাতিয়া , বাংলাদেশ ॥ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.