আমাদের কথা খুঁজে নিন

   

জোৎস্নায় কিছুক্ষন

ছেলেঃ _ ঐ নীল আকাশটাকে দেখ কেমন যেন উদাস ,ঠিক তোমার মত। মেয়েঃ _ হতে পারে,ওর বুকেতে অনেক তারা সেজন্যেই এত স্পষ্টতা খেলছে চারিদিকে । ছেলেঃ _ তাইতো তুমি আর আমিও ওদের সাথে অফুরন্ত ,অনাবিল এক সৌন্দর্য উপভোগে। মেয়েঃ _ গাছের পাতারা নেড়ে উঠে একাত্ততা জানাচ্ছে তবে ,ফুলগুলো কি এখন ভ্রমর বিহীন ? ছেলেঃ _ না! তা নিশ্চয়ই হবার নয় সব সৌন্দর্যই সৃষ্টি অন্যের জন্য। মেয়েঃ _ যাক সাথী কেউ আছে সেটাই তুষ্টতা , ওগুলো কি উড়ে বেড়াচ্ছে এদিক ওদিক করে ? ছেলেঃ _ বাদূর নিশ্চয়ই ,ফল চুরিতে বেড়িয়েছে কিপ্টে বাগান মালিরা ওদের তাড়িয়ে দেয়।

মেয়েঃ _ তোমার মত কিপ্টে ?নীল জোৎস্নায়ও নেয়নি হাতটি ধরে ভালবাসা আর আবেগে। ছেলেঃ _ তাইতো ! এত উছ্ছ্বল সৌন্দর্যে নিজেদের কথা হয়নি ভাবা, তুমিতো আমার সব বেলাকার। মেয়েঃ _ ঐ ছাদে দেখো নিশ্চয়ই ভূত কপালে চোখ,কিংকং শব্দ,উঃ!কি ভয়ানক। ছেলেঃ _ আমাকে জড়িয়ে ধর,দেখ ঐ যে স্পষ্ট ..... কিছু কাপড় বাতাসে দোলছে ,শব্দ হচ্ছে । মেয়েঃ _ ছিঃ! কি লজ্জা,কাউকে বলোনা যেন তুমি ছিলে তাই ,নইলে ভয়ে কিযে হতো? ছেলেঃ _ তোমার আমার সৃষ্ট যে প্রাণ পৃথিবীতে খেলবে ওরা জানবে না তা কি করে হয়! মেয়েঃ _ ঠিক হয়নি তবে তোমার জানা আমি একা ছিলেম তাই ভালো ছিলো।

ছেলেঃ _ এই বুকে মাথা রেখে তারা গুণা কেমনে হতো সকল খেলা সারা বেলা? মেয়েঃ _ সত্যিই এমন করেতো ভাবা হয়নি তুমিই আমার সকল চাওযা , প্রকাশ কিংবা গোপন। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।