আমাদের কথা খুঁজে নিন

   

কাপড়ের তলদেশ

|শৈল্পিক সৌন্দর্যের লীলাভূমি| শেষ রাতে রাস্তায় বিলাপরত কুকুরের পাল টের পায়, আঁধার ফুরালেই ধারালো অস্ত্রে ভরে যাবে সব সাদা কাপড়ের তলদেশ। বিকাশিত পুষ্পের লাল পাঁপড়ির ছোপ ছোপ রক্তজবা দলিত হবে কালো পিছে, শুধু শুকুরের বিলাপ জুড়ে থাকা সন্ধ্যায় অপমানিত হবে পবিত্র রক্ত। জ্বলে যাওয়া কাপড়ের ফাঁকে যুবকের চোখ যাবে ক্ষুধার্ত পেটের দিকে যৌনতার স্বাদ পেতে টুপি খুলে ভাঁজ করে কোচড়ে রেখে মশাল হাতে আবারো পুরোনো শুকুনের পাল। একদিন বৃক্ষরা সব আত্মহণনের পথ বেচে নেয়, শকুনকে আশ্রয় দিয়েছে বলে। এখনো ডাইনী আছে পালে তাকে আঁচলের তলে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।