আমাদের কথা খুঁজে নিন

   

যত দূরে যাই...নদীর স্রোতে

আমি আকাশ নীলীমায় ঘেরা নদীর স্রোত যেমন সদা বয়ে চলে ধাবমান- তারার আলো যেমন থাকে সর্বদা অম্লান, বাতাস যেমন নিজ গতিতে থাকে প্রবাহমান- খুশির তোড়ে আমি যখন নিজেই দিক হারাই, নিজেকে বলি, এইত আমি, যত দূরে যাই। ঝড়ের হাওয়ার গাছের পাতায় ওঠে মর্মর ধ্বনি, আপনার মনে একাকী আমি কান পেতে শুনি- তোমার প্রতীক্ষায় নীরবে আমি যে দিন গুনি। কল্পনার আবেশে কখন যে নিজেকে হারাই- দেখে নাও আমাকে, এইত আমি, যত দূরে যাই। বর্ষার মেঘাচ্ছন্ন আকাশে সব হয়ে যায় আঁধার, এর মাঝেও আমি স্বপ্ন দেখি আলো আশার- জানি না হবে কিনা পূরন সে স্বপ্ন ঘর বাঁধার, আমার মনের গভীরে আমি যাকে লুকাই- তাকেই দেখতে চাই আমি, যত দূরে যাই। গাছের ছায়ায় ক্লান্ত কৃষক করে একটু বিশ্রাম, অবসন্ন পথিক সেথা খোঁজে সামান্য আরাম- অনবরত এই ছুটে চলার নেই কোন বিরাম, সকলের মাঝে শুধু তোমাকেই খুঁজে বেড়াই- নিরবিচ্ছিন্ন আমি খুঁজে চলেছি যত দূরে যাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।