আমাদের কথা খুঁজে নিন

   

শুধু প্রয়োজন জনসচেতনতা এবং সাহসী মনোবল।

সৃষ্টিশীল কোন কাজ করা। আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। যখন প্রশ্ন উঠে দেশে কোন দলই জনগণের কথা বলছে না। একটা গণতান্ত্রিক দেশের প্রজা হওয়ার পরও আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত নয় কেন এই শংকা? বি.এন.পি, আওয়ামীলিগ, ইসলাম ভিত্তিক দল কিংবা বামপন্থি দল এদের কারো গণতন্ত্রের দিকে খেয়াল না শুধু আছে স্বার্থতন্ত্রের দিকে। সাড়ে ষোল কটি মানুষ আজ স্বার্থতন্ত্রীদের কাছে প্রত্য বা পরোভাবে জিম্মি।

এই অবস্থার জন্য তো আমাদের পূর্ব প্রজন্ম জীবন দিয়ে শহীদ হয়নি। তারাও বাঙ্গালী ছিলেন কই তারাতো ভয় পায়নি সত্য উচ্চারণে। ব্রিটিশদের অত্যাচার আর অবিচারের বিরুদ্ধেও বাঙ্গালীরা সচ্চার ছিলো। বাঙ্গালী হিসাবে আজ আমরা আমাদেরকে ভীতু মনে করছি। মগদের বিরুদ্ধেও যুদ্ধ করে বিতাড়িত করেছে এই বাঙ্গালীরা।

তাহলে কিসের ভয় এই স্বার্থতন্ত্রীদের কতজন আছে তারা। এক লাখ, দুই লাখ , দশলাখ বড়জোর এক কোটি এর বেশী নয় নিশ্চয়। স্বাধীনতার পর থেকে আমরা এই স্বার্থতন্ত্রীদের কর্মী ছিলাম সমর্থক ছিলাম। তার ধারাবাহিকতায় আজও আমরা সমর্থক পর্যায়েই রয়েগেছি। যাচাই বাছাই করার সময় এসেছে আমরা সমর্থকই থাকব না কি আমরা আমাদের অধিকার আদায়ের চেষ্টা করব।

এই রাজপথ রক্ত চায় রক্ত ছাড়া ন্যয্য হিসাব পাওয়া বড়ই কঠিন। বাঙ্গালীর ইতিহাস বিশ্লেষণ করলে তার প্রমাণ পাওয়া যায় আমরা ভীতু নই। পৃথিবীর ইতাহাস বলে কোন অন্যায় বা জুলুম আপোষে মানুষের ঘার থেকে নেমে যায়নি। তাকে নামাতে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। বাংলাদেশে যেসব নেতা-কর্মী, আমলা-কর্মচারীরা রয়েছে তারা সবাই স্বার্থবাদী।

জনগণের কথা তারা এসিরুমে বসে চিন্তা করার মত সময় নেই। গ্রীণ হাউজ ইফেক্টের ফলে আশি থেকে নব্বই বছর পরে চট্টগ্রাম, খুলনাসহ দণি বঙ্গ পানির নীচে তলিয়ে যাবে। বিশ্বের বৃহত্তম সুমদ্র সৈকত সপ্তম আশ্চর্যের একটা করার কতই না বিজ্ঞাপন অনলাইন ভোট প্রদান। পৃথিবীর কয়েকটি বনের সুন্দর বন একটি তার অসীস্ত কতদিন এই পৃথিবীর বুকে থাকবে। অনেক দিন আগেই তো নেতা-নেত্রীদের খাদ্য তালিকায় চলে গেছে পদ্মা, যমুনা, বুড়িগঙ্গা, কর্ণফুলীসহ আরো অনেক ঐতিহ্য নদ-নদী।

সুন্দর বনের অনেক অংশে গাছ কাটা হয়েছে, পাহাড় কেটে ঘরবাড়ী তৈরী আঞ্চলিক প্রশাসন নিরব। প্রত্যেকটা খবরের কাগজেই কলাম লেখকরা লিখছেন এই সব বিষয় নিয়ে বিস্তারিত। তারপরেও আমাদের ঘুম ভাঙ্গছে না ভয়ের দোহাই দিয়ে পিছিয়ে আছি। সাপুড়ে যেমন বিষধর সাপের দাত ভেঙ্গে এবং মুখে গরম লোহ ছ্যাঁকা দিয়ে ছোবল মারা থেকে বিরত রাখে। আজ আমাদের সাধারণ জনগণকেও একই অবস্থাই করে রেখেছে।

ভয়ের বৃত্ত রচনা করে দিয়েছে এই বলে যে আমরা বাঙ্গালীরা দূর্নীতিগ্রস্থ, ভীতু, দরিদ্র ও অসহায়। এদের বিরুদ্ধে লড়তে অন্য কিছুরই প্রয়োজন নেই শুধু দরকার জনসচেতনতা এবং সাহসী মনোবল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.