আমাদের কথা খুঁজে নিন

   

প্রাপ্তিশূণ্য - (মিফতা জামান)

চাঁদের কাছে মোর মেলেনিতো ঠাই নিটোল জোছনাতে এলাম যে তাই চাঁদের কাছে মোর মেলেনিতো ঠাই নিটোল জোছনাতে এলাম যে তাই এইটুকু যেন পাই এইটুকু যেন পাই কালো মেঘের দল এলো অবেলায় ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায় কালো মেঘের দল এলো অবেলায় ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায় মোর শেষ জোছনাটুকু নিল বিদায় আমি হেঁটেছি অনেক দূরের পথে ভিজব বলে বরষায় ভুল ছিল সে চাওয়া বুঝতে পেরে এসেছিলাম কুয়াশায় আমি হেঁটেছি অনেক দূরের পথে ভিজব বলে বরষায় ভুল ছিল সে চাওয়া বুঝতে পেরে এসেছিলাম কুয়াশায় প্রখর রোঁদে আলোর খেলা সেই কুয়াশা করল নিঃস্ব আমায় কালো মেঘের দল এলো অবেলায় ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায় কালো মেঘের দল এলো অবেলায় ঢেকে দিল চাঁদটাকে নির্ভাবনায়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.