আমাদের কথা খুঁজে নিন

   

আমি হেঁটে যাই গড্ডলিকা প্রবাহে...

রূদ্র আলোয় সাঁঝের মেঘের ছায়া, পথের শেষে থেমে গেছে প্রান্তর... কয়েকটি প্রজাপতি - ডানায় রোঁদের আঁচড়... আমি হেটে যাই দূর বলয়ের নক্ষত্রপানে... অচেনা মেঘের ভাঁজে বজ্রপাতের ঐকতানে... আমি ছুটে যাই প্রচণ্ড আলোর ঝলকানিতে খসে পড়া উল্কাপিণ্ডের ন্যায় দিগন্তপানে... স্পষ্টতই শুনতে পাই কোন এক মায়াবতীর দীপ্ত কণ্ঠস্বর-- "ছুটে যাও ! আমার জন্য নক্ষত্রমালক নিয়ে এসো... আমি অপেক্ষা করছি...যাও..." ।। আমি ছুটে যাই আরো তীব্র উৎসাহের বর্ষণে ভেসে ভেসে নক্ষত্রমালকের সন্ধানে... আমি হেঁটে যেতে যেতে থমকে দাঁড়াই সেই মধুকন্ঠির ডাকে... এবার যেন মধুকন্ঠি বেশ কর্কশ, বেশ কাঠখোট্টা ... চিৎকার করে বলে--"কোথায় যাচ্ছ হে নির্বোধ ?? আমাকে একা রেখে চললে কোথায় হে হৃদয়হীন পাষাণ?? " আমি উদ্্‌ভ্রান্তের ন্যায় দাঁড়িয়ে থাকি... মায়াবতী ছুটে এসে জাপটে ধরে কেঁদে ওঠে-- "আমি চাইনা তোমার নক্ষত্রমালক... তুমি আমার হাত ধরে বসে থাক চিরকাল..." আমি ফিরে আসি ক্ষয়ে যাওয়া স্মৃতি নিয়ে মায়াবতীর হাত ধরে...... আমার আর ছুটে যাওয়া হয়না ঐ নক্ষত্রপানে...... আমি আবার হাঁটতে থাকি ধীরে ধীরে... হেঁটে যাই গড্ডলিকা প্রবাহে...... ১২ জুলাই,২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.