আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে দ্রুতগামী মটরসাইকেল-২০১১(কার কোনটা লাগব)

আমি যুদ্বে পরাজিত এক ব্যর্থ সৈনিক ঢাকার রাস্তায় যেই যানজট তাতে করে কোন জায়গায় যেতে ইচ্ছে করে না। তবুও যেত হয়। এই যানজট থেকে বাঁচার জন্য কিছু বাইকের ছবি দিলাম। দেখেন কার কোনটা পছন্দ। জলদি করেন।

এই সুযোগ সীমিত সময়ের জন্য। এসব বাইক নিয়া রাস্তায় বের হলে যদি সার্জেন হিটলার ধরে তাহলে আবার আমাকে দোষ দিয়েন না ১. Suzuki Hayabusa এই বাইকটি প্রথম ১৯৯৯ সালে প্রস্তুত করা হয়। এই বাইকের নামের অর্থ হচ্ছে "ব্ল্যাক বার্ড"। ২০০০ সালে এটি ঘন্টায় ২০০ মাইল অতিক্রম করার রের্কড করে। ইন্জিনঃ ১৩৫০ সিসি টপ স্পিডঃ ৩০৩-৩১২ কি.মি./ঘঃ দামঃ $১৬,২৯৯.০০ ২. Kawasaki Ninja ZX-14 এই বাইকটি ২০০৫ সালে টোকিও তে রিলিজ করা হয়।

এর এক্সসিলারেশন ০-৬০ মিঃ/ঘঃ মাত্র ২.৫ সেঃ। ইন্জিনঃ ১৩৫২ সিসি টপ স্পিডঃ ২৯৯ কি.মি./ঘঃ দামঃ $১৩,৩৯৯.০০ ৩. Kawasaki Ninja ZX-10R এটি ২০০৪ সালে রিলিজ করা হয়। এই বাইকটি ZX-9R এর আঙ্গিকে বানানো হয়েছে। ২০০৫ সালে এটি সুপার প্রতিযোগীতায় সন্মানজনক স্থান লাভ করে। ইন্জিনঃ ৯৯৮ সিসি,লিকুইড কুলিং টপ স্পিডঃ ২৯৯ কি.মি./ঘঃ দামঃ $১২,৩৫১.৯৯ ৪. Suzuki GSX-R1000 এই বাইকটি সুজুকির GSX-R সিরিজের একটি সুপার বাইক।

এটি ইন্জিন পাওয়ারের জন্য অনেক জনপ্রিয় হয়ে উঠে। ইন্জিনঃ ৯৯৯ সিসি টপ স্পিডঃ ১৭৮ মাইল/ঘঃ দামঃ $১২,৩৯০.০০ ৫. Yamaha YZF-R1 ইয়ামাহা YZF-R1 YZF সিরিজের সুপার বাইক। এটি ২০০১ সালে বাইকের দুনিয়ায় আসে। ২০০২-২০০৯ সাল পর্যন্ত এটিকে বেশ কয়েকবার মডিফাই করা হয়। বর্তমানে দেশে ইয়ামাহা আর ১৫ রয়েছে।

ইন্জিনঃ ৯৯৮ সিসি টপ স্পিডঃ ২৯০ কি.মি/ঘঃ দামঃ $১২,৩৯০.০০ ৬. MV Augusta F4 R312 এই বাইকটি মাসিমো তামবুরিনি ডিজাইন করেছেন। এতে ইউরো ৩ ইন্জিন ব্যবহার করা হয়েছে। ইন্জিনঃ ৯৯৮ সিসি টপ স্পিডঃ ৩০২ কি.মি/ঘঃ দামঃ $৪০০০০.০০ ৭. Honda CBR1000 RR মটো জিপি রেসারদের জন্য উপযোগী একটি বাইক। ইন্জিনঃ ১০০০ সিসি টপ স্পিডঃ ১৭২ মাইল/ঘঃ দামঃ $৯৭৯৯ ৮. Ducati 1098S ডোকাটি ১০৯৮ এস প্রথম ২০০৭ সালে তৈরি করা হয়। এর তিনটি ভার্সন রয়েছে।

এগুলো হচ্ছে ১০৯৮,১০৯৮ এস,১০৯৮ আর। ইন্জিনঃ ১০৯৯ সিসি টপ স্পিডঃ ১৮০ মাইল/ঘঃ দামঃ $২০৯৯৫.০০ ৯. Suzuki GSX-R750 এই বাইকটি ডোকাটি ১০৯৮ এস এর আঙ্গিকে তৈরি করা হয়। ইন্জিনঃ ৭৫০ সিসি টপ স্পিডঃ ১৬৮ মাইল/ঘঃ দামঃ $১১,৬৯৯.০০ ১০. BMW K1200S বিএমডব্লিউ গাড়ীর জগতে সেরা। তবে বাইকের জগতে কে১২০০ এস অনেক জনপ্রিয় হয়ে উঠে। ইন্জিনঃ ১২০০ সিসি টপ স্পিডঃ ১৬৭ মাইল/ঘঃ দামঃ $২০,৩০০ বোনাসঃ ২০১১ সালের হটেস্ট বাইক যে কোন একটা কিনেন আর ছাগুনীরে লইয়া ঢাহা শহর চক্কর লাগান।

হ্যাপি রাইডিং পূর্ব প্রকাশঃ এখানে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.