আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকে সুপারহিট মাগুর মাছ কি এবং তা এতো জনপ্রিয় কেন ??

স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে ফেসবুক খুললেই এখন দেখা যায় মাগুর মাছ বিষয়ক নানা রঙ্গ । কি এই মাগুর মাছ ?? একটা জিনিস খেয়াল করবেন বর্তমানে ফেসবুকের হোমপেজ খুললে নানা রকম আলতো-ফালতো প্রশ্ন দেখা যায় । আমরা অনেকেই এতে বিরক্ত হই আবার কেউ কেউ অনেক মজা পাই !! যেমন এমন প্রশ্ন করা হলঃ আপনি দিনে কয়বার ভাত খান ?? অথবা আপনার প্রিয়তমার প্রিয় রঙ কি ?? এইসমস্ত প্রশ্নের উত্তরে কেউ মনে হয় বিরক্ত হয়ে মাগুর মাছ উত্তর হিসেবে দেওয়া শুরু করে । এবং তা এখন সুপারহিট !!! যেখানেই দেখবেন প্রশ্ন সেখানেই এখন এই উত্তর পাবেন । আর এইসব আলতো-ফালতো প্রশ্ন করা ফেসবুক ব্যবহারকারীরা তাতে যদি অপমানবোধ না করে তাহলে তা মাগুর মাছের প্রতি সবার অপমান বলে গণ্য হবে !! দেখলাম ফেসবুকে "মাগুর মাছ" নামে একটা গ্রুপ খোলা হয়েছে ।

তাতে লিখা এই মাছ আমাদের অহংকার ইত্যাদি ইত্যাদি । যাই হোক এই মাগুর মাছ মার্কা লিখা যদি কেউ পড়ে থাকেন তাহলে আমাকে একটু বিস্তারিত জানাবেন আসলে আমার ব্যাখা ঠিক না অন্য কোন ব্যাখা আছে । আমার এক বন্ধুকে দেখলাম, সে মাগুর মাছ নিয়ে মহা মজায় আছে !! না, সে কোন মাছের খামার খোলেনি । সে একজন গ্রাফিক্স ডিজাইনার এবং তার বর্তমান সব কাজ হচ্ছে মাগুর মাছ বিষয়ক । সে একটা ডকুমেন্টরি বানানোর পরিকল্পনা করেছে যার নাম "HOW TO TREAT MAGUR MACH!!" ।

তার উদ্দেশ্য সফল হোক !!! পরিশেষে সবাইকে মাগুর মাছের শুভেচ্ছা দিয়ে আমি মাগুর মাছ খেতে গেলাম......। মাগুর মাছ বিষয়ক একটি ডকুমেন্ট্ররী (অনেক মজা পাবেন) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.